Connect with us
ক্রিকেট

আইসিসি থেকে সুখবর পেলেন বাংলাদেশের তিন ক্রিকেটার

Three cricketers of Bangladesh got good news from ICC
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে ২৮০ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। পারফরম্যান্স ভালো না হওয়ায় আইসিসি র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে অনেকের। তবে কারো কারো উন্নতিও হয়েছে।

আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) হালনাগাদ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এতে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের মধ্যে নাজমুল হোসেন শান্ত এবং বোলারদের মধ্যে হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ বড় উন্নতির মুখ দেখেছেন।

টেস্টে বাংলাদেশের ব্যাটারদের তালিকায়  ১৪ ধাপ এগিয়ে ৪৮ নম্বরে উঠে এসেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ২০ এবং দ্বিতীয় ইনিংসে ৮২ রান করেন এই তারকা। চেন্নাই টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৫৭ রান করা সাকিবেরও উন্নতি হয়েছে। একধাপ এগিয়ে ৪৩ নম্বরে উঠে এসেছেন এই তারকা।

আরও পড়ুন:

» সাকিবকে নিয়ে যা বললেন চন্ডিকা হাথুরুসিংহে

» বৃষ্টি ও বায়ুদূষণের কারণে বিঘ্ন ঘটতে পারে কানপুর টেস্ট 

তবে ব্যাটারদের তালিকায় অবনতি হয়েছে লিটন দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হকদের। চেন্নাই টেস্টে ব্যাট হাতে পারফর্ম করতে না পারায় পিছিয়েছেন তারা। লিটন ৫ ধাপ পিছিয়ে ২০ নম্বরে, মুশফিক ৬ ধাপ পিছিয়ে ২৩ নম্বরে এবং মুমিনুল হক ১১ধাপ পিছিয়ে ৫৮ নম্বরে অবস্থান করছেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ। হাসান ৫ ধাপ এগিয়ে ৪৫ নম্বরে এবং তাসকিন ৮ ধাপ এগিয়ে ৬৩ নম্বরে অবস্থান করছেন। চেন্নাই টেস্টে হাসান ৫ উইকেট এবং তাসকিন ৪ উইকেট শিকার করেন। এছাড়া নাহিদ রানা একধাপ এগিয়ে ৭৮ নম্বরে উঠে এসেছেন।

তবে অবনতি হয়েছে তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ ও সাকিবের। তাইজুল ও মিরাজ একধাপ করে পিছিয়ে যথাক্রমে ১৯ ও ২২ নম্বরে অবস্থান করছেন। তবে সাকিব পিছিয়েছেন ৬ ধাপ। এতে ৩৩ নম্বরে নেমে গেছেন এই স্পিনার। এছাড়া নাঈম হাসান ৩ ধাপ পিছিয়ে ৪৭ এবং শরিফুল ইসলাম ২ ধাপ পিছিয়ে ৫৯ নম্বরে অবস্থান করছেন।

ক্রিফোস্পোর্টস/২৫সেপ্টেম্বর২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট