Connect with us
ক্রিকেট

আইসিসির বিশেষ একাদশে সুযোগ পেলেন তিন বাংলাদেশী

Bangladesh
ছবি: সংগৃহীত

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। গ্রুপপর্বে তিন ম্যাচে দুই জয় নিয়ে সুপার এইটের দৌঁড়ে বেশ ভালোভাবেই এগিয়ে রয়েছে বাংলাদেশ। ব্যাটিং নড়বড়ে হলেও বোলিংয়ে নিজেদের সেরা ছন্দে রয়েছেন মুস্তাফিজ-তানজিম সাকিবরা। এর পুরষ্কারও পেয়েছে বাংলাদেশ৷ আইসিসির এক বিশেষ একাদশে সুযোগ পেয়েছেন তিন বাংলাদেশি৷

আইসিসি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা  ফ্যান্টাসি একাদশ ঘোষণা করেছে। সেখানে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন তানজিম হাসান সাকিব, তাওহীদ হৃদয় ও তাসকিন আহমেদ। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের দুজন, ভারত, কানাডা, পাকিস্তান, ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের একজন করে ক্রিকেটার দলে সুযোগ পেয়েছেন৷

ফ্যান্টাসি দলে ১৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন তানজিম হাসান সাকিব। ১৩১ পয়েন্ট নিয়ে দুয়ে রয়েছে আরেক বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ৷ এছাড়া ইংল্যান্ডের আদিল রাশিদ ও অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পার রয়েছে ১৩০ পয়েন্ট৷

পেস আক্রমণে তানজিম সাকিব ও তাসকিন ছাড়াও রয়েছে ভারতের আর্শদ্বীপ সিং ও ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ৷ স্পিনে অ্যাডাম জাম্পা ও আদিল রাশিদের সাথে রয়েছে দক্ষিণ আফ্রিকার কেশব মাহারাজ৷

আরো পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে আর দেখা যাবে না বোল্টকে

ব্যাটিংয়ে বাংলাদেশের তাওহীদ হৃদয়, পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান, কানাডার অ্যারন জনসন রয়েছে ও ওয়েস্ট ইন্ডিজের শেরফান রাদারফোর্ড।

ব্যাটারদের মধ্যে ৯৬ সবচেয়ে বেশি পয়েন্টের অধিকারী রাদারফোর্ড। মোহাম্মদ রিজওয়ান ও তাওহীদ হৃদয়ের দখলে রয়েছে যথাক্রমে ৮১ ও ৬৪ পয়েন্ট।

বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে সুপার এইটে না উঠলেও  ‘ডি’ গ্রুপে ৩ ম্যাচের দুটিতে জিতে ৪ পয়েন্ট ও ‍+ ০.৪৭৮ নেট রানরেট নিয়ে অনেকটাই এগিয়ে রয়েছে৷ নেপালের বিপক্ষে পরাজয় কিংবা নেদারল্যান্ডসের কাছে শ্রীলঙ্কার হার না হলে ‘ডি’ গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকার সাথে বাংলাদেশই যাচ্ছে সুপার এইটে৷

 

ক্রিফোস্পোর্টস/১৫জুন২৪/টিএইচ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট