Connect with us
ক্রিকেট

বিপিএলে ব্যাটে-বলে আলো ছড়িয়ে যারা আছেন সেরাদের কাতারে

Top players of Bpl 2024
বিপিএল ২০২৪ এর সেরা কিছু ক্রিকেটার। ছবি- সংগৃহীত

আজ শুক্রবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ফরচুন বরিশালের মধ্যকার ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে বিপিএল ২০২৪ এর আসর। ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটে হারিয়ে প্রথম বারের মতো শিরোপার স্বাদ পায় ফরচুন বরিশাল। 

এবারের বিপিএল কারো জন্যে কেটেছে স্বপ্নের মতো, আবার কারো কেটেছে হতাশায়। তবে এবারের আসরে  টুর্নামেন্টের শুরু থেকেই ছিলো দেশি ক্রিকেটারদের দাপট। ব্যাটিং-বোলিং সব দিকেই সেরাদের তালিকায় দেশি প্লেয়ারদের ছড়াছড়ি।

এক নজরে ব্যাটে-বলে আসরের সেরা পাঁচ:

ব্যাটিংয়ে এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রহক হয়েছেন তামিম ইকবাল। টুর্নামেন্ট জুড়েই সেরা ছন্দে ছিলেন তিনি। হয়েছেন আসরের সেরা ক্রিকেটার। ১৫ ম্যাচে ১২৭ স্টাইক রেটে ৪৯২ রান করেন তামিম। যেখানে ছিল তিনটি অর্ধশতক। দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহক ছিলেন তৌহিদ হৃদয়। তার সংগ্রহ ১৪ ম্যাচে ১৪৯ স্টাইক রেটে ৪৬২ রান। যেখানে ছিল একটি শতক ও দুটি অর্ধশতক। এছাড়া লিটন কুমার দাস ১৪ ম্যাচে ১৩০ স্টাইক রেটে করেছেন ৩৯১ রান। তানজিদ হাসান তামিম ১২ ম্যাচে ১৩৫ স্টাইক রেটে করেন ৩৮৪ রান। মুশফিকুর রহিম ১৫ ম্যাচে ১২০ স্টাইক রেটে করেন ৩৮০ রান।

সেরা বলিংয়েও দাপট দেশি প্লেয়ারদের। সেরা পাঁচে একমাত্র বিদেশি বোলার বিলাল খান। গত আসরের মতো এবারের আসরেও সর্বোচ্চ উইকেট শিকারী শরিফুল ইসলাম। তার দল দুর্দান্ত ঢাকা টেবিল তলানিতে থেকে টুর্নামেন্ট শেষ করলেও শরিফুল ইসলাম ছিলেন শুরু থেকেই অসাধারণ। টুর্নামেন্ট জুরে দুর্দান্ত শরিফুল ১২ ম্যাচে ৭.৮১ ইকোনমিতে শিকার করেন ২২ উইকেট। দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বোলার ছিলেন সাকিব আল হাসান। তার শিকার ১৩ ম্যাচে ৬.৩১ ইকোনমিতে ১৭ উইকেট। এছাড়া মাহেদী হাসান ১৪ ম্যাচে ৭.৩৮ ইকোনমিতে নেন ১৬ উইকেট, মোহাম্মাদ সাইফুদ্দিন ৯ ম্যাচে ৬.৬১ ইকোনমিতে ১৫ উইকেট শিকার করেন। একমাত্র বিদেশি প্লেয়ার হিসেবে সেরা পাঁচে বিল্লাল খান শিকার করেন ১৩ ম্যাচে ৭.৯২ ইকোনমিতে ১৫ উইকেট।

আরও পড়ুন: বরিশালকে শিরোপা জিতিয়ে বিপিএলের টুর্নামেন্ট সেরা তামিম

ক্রিফোস্পোর্টস/২মার্চ২৪/আরআর/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট