Connect with us
ক্রিকেট

এবার ভারত সিরিজে নজর শান্তদের

Shanto-Miraz
নাজমুল হোসেন শান্ত-মেহেদি হাসান মিরাজ। ছবি- সংগৃহীত

পাকিস্তানকে ঘরের মাঠে ধবলধোলাই করার পর এবার ভারত সিরিজে নজর বাংলাদেশের। চলতি মাসেই ভারত সফর করবে টাইগাররা। আসন্ন এই সিরিজে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবেন নাজমুল হোসেন শান্তরা। পাকিস্তান সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার ভারত সিরিজেও ভালো খেলার প্রত্যাশা টাইগারদের।

দুই ম্যাচ টেস্ট সিরিজে স্বাগতিক পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে ১০ উইকেটে এবং দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে জয় পেয়েছে টাইগাররা। এই জয়ে আত্মবিশ্বাস বেড়েছে বাংলাদেশ দলের ক্রিকেটারদের। এই আত্মবিশ্বাস নিয়ে পরের পরবর্তী সিরিজেও জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চান শান্ত-মিরাজরা।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্ট শেষে সংবাদ সম্মেলনে আসেন টাইগার কাপ্তান শান্ত। এসময় ভারত সিরিজ নিয়ে তিনি বলেন, ‘ভারত সিরিজ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই জয় ভারত সিরিজে আমাদের প্রচুর আত্মবিশ্বাস জোগাবে। আমাদের দলে মুশফিক ভাই ও সাকিব ভাইয়েরে মতো অভিজ্ঞ ক্রিকেটাররা আছেন। ভারত সফরে তাঁরা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

আরও পড়ুন:

» তিন ফরম্যাটেই ইংল্যান্ডের প্রধান কোচ হলেন ম্যাককালাম

» পাকিস্তানকে সিরিজ হারিয়ে বড় সুখবর পেল বাংলাদেশ 

তিনি আরও বলেন, ‘এই কন্ডিশনে মিরাজ যেভাবে বোলিং করল এবং উইকেট শিকার করল, তা দারুণ ছিল। আমি আশাবাদী, ভারত সিরিজেও সে দুর্দান্ত করবে। এই সিরিজে যারা একাদশে এবং একাদশের বাইরে ছিল, সবাই দারুণ ভূমিকা রেখেছে। বিশেষ করে, যে চারজন একাদশে ছিল না তারা অসাধারণ ফিল্ডিং করেছে। আমি আশা করি, জয়ের এই ধারাবাহিকতা বজায় থাকবে।’

আগামী ১৯ সেপ্টেম্বর মাঠে গড়াবে ভারত সিরিজের প্রথম টেস্ট। তারপর ২৭ সেপ্টেম্বর শুরু হবে দ্বিতীয় টেস্ট। দুই টেস্ট শেষে ৬, ৯ ও ১২ অক্টোবর যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

ক্রিফোস্পোর্টস/৩সেপ্টেম্বর২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট