Connect with us
ক্রিকেট

সেমিতে বাংলাদেশ এইচপির জয়, আজই হবে ফাইনাল

বাংলাদেশ এইচপি দলের খেলা। ছবি- বিসিবি

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিফাইনালে আজ নর্দার্ন টেরিটরিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ হাইপারফরমেন্স দল (এইচপি)। এদিকে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এই ৯ দলের টুর্নামেন্টের অপর সেমিতে পাকিস্তান শাহিনসকে পরাজিত করেছে বিগ ব্যাশের দল অ্যাডিলেইড স্ট্রাইকার্স।

আজ রোববার (১৮ আগস্ট) ডারউইনে সেমিফাইনালে
নর্দার্ন টেরিটরি (এনটি) স্ট্রাইকার্সকে ২১ রানে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ এইচপি দল। এদিন আগে ব্যাট করতে নেমে ১৩৮ রানের সংগ্রহ স্কোরবোর্ডে তুলতে সক্ষম হয় লাল সবুজের প্রতিনিধিরা। তবে রিপন মন্ডল রাকিবুল হাসানদের বোলিং দৃঢ়তায় এই লো স্কোর ডিফেন্ড করে ফেলে বাংলাদেশ এইচপি দল।

সেমিফাইনালে আজ আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ এইচপি দল শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। দলীয় ৭৭ রানের ৫ উইকেট পতনের পর কিছুটা বেকায়দায় পড়ে যায় আকবর আলীর দল। তবে শেষ পর্যন্ত শামীম হোসেন পাটোয়ারীর ৪১ রানের অপরাজিত ইনিংসে ভর করে সম্মানজনক একটি স্কোর দাঁড় করাতে সক্ষম হয় বাংলাদেশের প্রতিনিধিরা।

এদিন ওপেনিংয়ে নেমে মাত্র ৪ রান করে সাজঘরে ফেরেন জিসান আলম। আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন করেছেন ২৩ বলে ১৭ রান। তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে আসে ১১ বলে ১৬ রান। এছাড়া আফিফ হোসেন খেলেন ৪ চারে ১৬ বলে ২২ রানের ইনিংস। অধিনায়ক আকবর আলী এদিন ধরতে পারেননি দলের হাল; করেছেন ৮ বলে ৩ রান।

শেষ দিকে মাহফুজুর রহমান রাব্বি করেন ২০ বলে ২১ রান। শামীম হোসেন পাটোয়ারীর ৩৪ বলে ৪১ রানের অপরাজিত ইনিংসের সুবাদে ১৩৮ রানের সংগ্রহ পায় বাংলাদেশ এইচপি দল। জবাব দিতে নেমে ভালো শুরু পায় নর্দান টেরিটরি। ওপেনিং জুটি থেকে আসে ৪১ রান। জ্যাক ওয়েদারাল্ড করেন ২৯ বলে ৩৪ রান।

এরপর বাংলাদেশের প্রতিনিধিদের বোলিং দাপটে ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে স্বাগতিক দল। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৭ রান তুলতে সক্ষম হয় অস্ট্রেলিয়ান এই ক্লাব। রিপন মন্ডল শিকার করেন প্রতিপক্ষের ৩ উইকেট। রাকিবুল হাসান নেন ২ উইকেট। এদিকে আজ দুপুর সাড়ে ১২টায় ডারউইনে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ফাইনালে মাঠে নামবে আকবর আলীর দল।

আরও পড়ুন: যেভাবে ২০২৫ আইপিএলে দেখা যেতে পারে ধোনিকে

ক্রিফোস্পোর্টস/১৮আগস্ট২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট