Connect with us
ক্রিকেট

ভারতীয় কিংবদন্তির ছেলে জায়গা পেলেন অনূর্ধ্ব-১৯ দলে

রাহুল দ্রাবিড় পুত্র সামিত দ্রাবিড়। ছবি- সংগৃহীত

প্রায়ই দেখা যায় ক্রীড়াবিদদের সন্তানেরা তাদের ধারাবাহিকতায় চলে আসেন খেলাধুলার দুনিয়ায়। অসংখ্য ক্রিকেটার রয়েছেন যাদের ছেলে কিংবা মেয়ে বাবা-মায়ের পথ অনুসরণ করে হয়েছেন ক্রিকেটার। একই সঙ্গে খেলেছেন বাবা-ছেলে এমন নজিরও রয়েছে ক্রিকেট বিশ্বে।

ভারতীয় কিংবদন্তি সাবেক ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের ছেলে বাবাকে অনুসরণ করে ক্রিকেটের সঙ্গে যুক্ত হয়েছেন, জানা গিয়েছিল আগেই। এবার প্রফেশনাল ক্রিকেটার হওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেল সে। ভারতের অনূর্ধ্ব-১৯ দলে জায়গা পেয়েছেন দ্রাবিড় পুত্র সামিত দ্রাবিড়।

রাহুল দ্রাবিড় একজন বিশ্ব বিখ্যাত স্বীকৃত ব্যাটার হলেও তার ছেলে একজন অলরাউন্ডার। মিডল অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি মিডিয়াম পেস বোলিংও করেন সামিত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ এবং চার দিনের ম্যাচের সিরিজ, উভয় স্কোয়াডেই জায়গা হয়েছে সামিতের।

এর আগে কুচ বিহার টুর্নামেন্টে তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের চার দিনের ম্যাচের সেই টুর্নামেন্টে ৮ ম্যাচে ৩৬২ রান করার পাশাপাশি ১৬টি উইকেট শিকার করেছিলেন সামিত। তবে বর্তমানে বেঙ্গালুরুতে চলা মহারাজা টি-টোয়েন্টি টুর্নামেন্টে তেমন সুবিধা করতে পারছে না সে।

এদিকে রাহুল দ্রাবিড় বেশ কিছুদিন ছিলেন ভারতীয় জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে নিয়োজিত ছিলেন। সম্প্রতি তার অধীনে দীর্ঘ দিনের আক্ষেপ ঘুচিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতে ভারত। এর আগে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তে গিয়েও হোচট খেয়েছিল ফাইনালে।

চলতি মাসেই অস্ট্রেলিয়ার বিপক্ষে অনূর্ধ্ব-১৯ দলের সিরিজ শুরু হবে ঘরের মাঠে। পুদুচেরিতে ৫০ ওভারের সিরিজের তিন ম্যাচ হবে যথাক্রমে ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর। এরপর ৩০ সেপ্টেম্বর ও ৭ অক্টোবর চেন্নাইয়ের মাঠে অনুষ্ঠিত হবে চার দিনের দুটি ম্যাচ।

আরও পড়ুন: রেয়ালের জালে বার্সেলোনার গোল উৎসব

ক্রিফোস্পোর্টস/১সেপ্টেম্বর২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট