Connect with us
ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে নতুন পাক কোচের ভাবনা

জেসন গিলেস্পি। ছবি- পিসিবি

ইতোমধ্যে পাকিস্তান ক্রিকেটে টেস্ট দলে নতুন প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন জেসন গিলেস্পি। দায়িত্ব বুঝে নিয়ে নিজের প্রথম অ্যাসাইনমেন্ট হিসেবে আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে তার দল খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এর আগে নিজের টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ টাইগারদের বিপক্ষে খেলেছিলেন এই অজি ক্রিকেটার। এবার পাকিস্তানের হয়ে গিলেস্পি টেস্ট কোচিং শুরু করবেন সেই বাংলাদেশের বিপক্ষেই।

সিরিজ শুরুর আগে গিলেস্পি জানান, ‘আমার সব মনোযোগ এখন পাকিস্তান দলের ওপর। আমি কীভাবে পাকিস্তানের পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলতে পারি, সে চেষ্টা করব। বাংলাদেশ খুব ভালো দল। প্রতিপক্ষ নিয়ে যেভাবে বিশ্লেষণ করা দরকার, আমরা তা করব। চেষ্টা করব তাদের বিপক্ষে যেন প্রভাব বিস্তার করতে পারি। দায়িত্ব নেওয়ার পর আমার প্রথম টেস্ট ম্যাচ হবে এটি। আমি সে জন্য মুখিয়ে আছি।’

২০০৫-০৬ মৌসুমে বাংলাদেশের বিপক্ষে নিজের শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন গিলেস্পি। বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারানোর সেই ম্যাচে এই অজি ক্রিকেটার করেছিলেন ২০১ রান। সেই ইনিংস নিয়ে গিলেস্পি বলেন, ‘দেখুন, সেই ইনিংসটা হয়ে গেছে আরকি…আমি খুবই ভাগ্যবান আমার ক্যারিয়ার নিয়ে। ১০ বছর টেস্ট ক্রিকেট খেলেছি। আমার জন্য বিরাট অর্জন।’ 

বাংলাদেশের বিপক্ষে সুখস্মৃতি থাকলেও পুরনো ইতিহাস নিয়ে বসে থাকতে চান না তিনি। নতুন দল নিয়ে নতুন ভাবে শুরু করতে চান নিজের মিশন, ‘এখন আবার বাংলাদেশের বিপক্ষে খেলা। আমার মনোযোগ থাকবে পাকিস্তান যেন ভালো খেলে সেদিকে। আমি অবশ্যই আমার শেষ টেস্ট ম্যাচ নিয়ে পড়ে থাকব না (হাসি)। তবে দারুণ স্মৃতি, এতে কোনো সন্দেহ নেই।’

প্রসঙ্গত, দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৭ আগস্ট বাংলাদেশ দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে। সেখানে ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে প্রথম টেস্ট, পরে করাচিতে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ আগস্ট। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে খেলা এই সিরিজ দুদলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: এলপিএল ২০২৪ : কে কত প্রাইজমানি পাবে?

ক্রিফোস্পোর্টস/৮জুলাই২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট