Connect with us
ফুটবল

ঘোষিত হলো চ্যাম্পিয়ন্স লিগের নতুন ড্র’র ফরমেট

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। ছবি- সংগৃহীত

বাড়লো দলের সংখ্যা; নতুন ফরমেটে হবে চ্যাম্পিয়ন্স লিগের খেলা। উয়েফা চ্যাম্পিয়নস লিগের আসন্ন আসর হবে একদম ভিন্ন ধাঁচে। যেখানে থাকবে না আগের মতো একাধিক গ্রুপ। খেলা হবে একটি গ্রুপের মাঝে। এবার আসন্ন আসরের জন্য নতুন নিয়মে অনুষ্ঠিত হবে এই মহাদেশীয় ক্লাব শ্রেষ্ঠত্ব টুর্নামেন্টের ড্র।

যেখানে আগে ৩২ টি দল আটটি ভিন্ন গ্রুপে ভাগ হয়ে খেলতো চ্যাম্পিয়ন্স লিগ, সেখানে এবার দলের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৬। সবগুলো দল থাকবে একটি গ্রুপে। তবে এক গ্রুপে থাকলেও কেবল ভিন্ন ৮টি দলের বিপক্ষে খেলবে প্রত্যেকে। কোন ক্লাব কার সঙ্গে খেলবে সেটি নির্ধারণ হবে আগামী ২৯ আগস্ট মোনাকোতে অনুষ্ঠিত ড্র অনুষ্ঠানে।

গতকাল বুধবার (৩১ জুলাই) উয়েফা নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিবৃতি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করে। তাদের দাবি, নতুন ফরম্যাটে প্রতিযোগিতাটি হবে আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ২৯ আগস্ট চ্যাম্পিয়ন্স ট্রফির ড্র অনুষ্ঠানে দলগুলো তাদের প্রতিপক্ষ সম্পর্কে জানতে পারলেও সূচি জানার জন্য সকলকে অপেক্ষা করতে হবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।

ড্র অনুষ্ঠানে প্রতিপক্ষ খুঁজে নেয়ার জন্য দলগুলোকে চারটি ভিন্ন পাত্রে রাখা হবে। কোন ক্লাব কোন পাত্রে থাকবে সেটি নির্ধারণ হবে মৌসুমের শুরুতে উয়েফা কো-এফিশিয়েন্টের ভিত্তিতে। তবে বর্তমান চ্যাম্পিয়নদের পাত্র ইতোমধ্যেই নির্ধারণ করা রয়েছে। যেখানে তারা থাকবে এক নম্বর পাত্রে।

এরপর প্রতিপক্ষ নির্ধারণের জন্য চারটি পাত্র থেকে দুটি করে দল বেছে নেয়া হবে প্রতিটি দলের জন্য। যেখানে প্রতিটি পাত্রের দুই প্রতিপক্ষের মধ্যে একটি হবে হোম ম্যাচ অন্যটি হবে অ্যাওয়ে ম্যাচ। এভাবে প্রতিটি দলের জন্য আটটি ভিন্ন প্রতিপক্ষ নির্ধারণ করা হবে। আগে এই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠানের জন্য ১০০০ টি বল প্রয়োজন হলেও এখন একটি গ্রুপে খেলা হওয়ায় প্রয়োজন পড়বে না এত বলের।

আরও পড়ুন: কানাডার ফ্রাঞ্চাইজি লিগে শরিফুলের দুর্দান্ত বোলিং

ক্রিফোস্পোর্টস/১আগস্ট২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল