Connect with us
ক্রিকেট

মান রক্ষার ম্যাচে শান্তদের ভালো খেলার মন্ত্র দিলেন কিউই কোচ

Kiwi Coach Gary Stead
নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড। ছবি- সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। আগামীকাল (শনিবার) তৃতীয় ম্যাচে মান রক্ষার লড়াইয়ে মাঠে নামবে টাইগাররা। এই ম্যাচে শান্তদের ভালো খেলার উপায় বলে দিয়েছেন নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড।

নেপিয়ারে আগামীকাল ভোরে মুখোমুখি হবে দু’টি দল। তার আগে আজ (শুক্রবার) কিউই কোচ বলেন, ‘কালকের ম্যাচে আমাদের মাঠে নেমে দেখতে হবে কী হয়। সেদিন সৌম্য সরকার দারুণ খেলেছে, খুব অসাধারণ স্কোর করেছে। আমার মনে হয় নেলসনে তারা (বাংলাদেশ) ৩০-৪০ রান কম করেছে। এক্ষেত্রে কৃতিত্ব দিতে হয় আমাদের বোলারদের। তারা পাওয়ারপ্লেতে ৩-৪ টি উইকেট তুলে নেওয়ায় আমরা সেখানে এগিয়ে গিয়েছিলাম।’

‘আমরা পরিকল্পনা করেছিলাম বেশি উইকেট নিয়ে এগিয়ে থাকার। আমাদের অনেকেই দুর্দান্ত খেলেছে, নিকোলাস, ইয়ং এবং রাচিন দারুন করেছে। আমাদেরকে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী কাজ করে সঠিকভাবে এগিয়ে যেতে হবে।’- তিনি আরো যোগ করেন।

বাংলাদেশকে ভালো খেলার কৌশল জানিয়ে গ্যারি, ‘এই কন্ডিশনে প্রথম ১০ ওভার কিছুটা চ্যালেঞ্জিং হয়ে থাকে। বাংলাদেশ ছাড়া অন্যান্য দলও এখানে প্রথম ১০ ওভারে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়। অধিকাংশ ওপেনাররাই শুরুতে কিছুটা লড়াই করে। নতুন বলের কারনে মুভমেন্ট বেশি হয়। শুরুর চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হলে ব্যাটারদেরকে টেম্পারমেন্ট ধরে রাখতে হবে।’

ইতোমধ্যে সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড। তবে তৃতীয় ম্যাচেও জয় নিয়েই সিরিজটি শেষ করতে চান কিউই কোচ।

সিরিজ হাতছাড়া হলেও শেষ ম্যাচে জয় নিয়ে হোয়াইটওয়াশ এড়াতে চান বাংলাদেশ কাপ্তান নাজমুল হোসেন শান্ত। শেষ ম্যাচ জেতার আশা ব্যক্ত করে আজ দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন এই ব্যাটার।

আরও পড়ুন: শেষ ম্যাচের আগে দলের জন্য দোয়া চাইলেন শান্ত

ক্রিফোস্পোর্টস/২২ডিসেম্বর২৩/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট