Connect with us
ক্রিকেট

কানপুরে টেস্ট বড় পরিবর্তন আসতে পারে ভারতীয় একাদশে

ভারত টেস্ট একাদশ। ছবি: সংগৃহীত

চেন্নাই টেস্টে বাংলাদেশকে রীতিমতো নাকানিচুবানি করেছে ভারত। পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নামা ভারত বাংলাদেশকে পাত্তাই দেয়নি। সেই সাথে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে স্বাগতিকরা।

আগামী ২৭ সেপ্টেম্বর কানপুরে শুরু হবে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজের দ্বিতীয় এবং শেষ ম্যাচ। সিরিজে এগিয়ে থাকায় এবং নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের কথা বিবেচনা করে বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচে ভারতের একাদশের পরিবর্তন হতে পারে। বেশ কিছু ক্রিকেটারদের বিশ্রাম দিতে পারে টিম ইন্ডিয়া।

বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচ জিতে ঘরের মাঠে টানা ১৮ টি ম্যাচ জিতে নেওয়ার সুযোগ আছে ভারতের। ঘরের মাঠে টানা সিরিজ জয়ের রেকর্ড আছে ভারতের। বাংলাদেশের সঙ্গে শেষ ম্যাচ জিতে ব্যবধান বাড়িয়ে নেওয়াও সুবর্ণ সুযোগ ভারতের। তবে আরও লক্ষ্য আছে টিম ইন্ডিয়ার।

আরও পড়ুন : বিশ্বকাপ বাছাইয়ে এবার কবে ও কাদের মুখোমুখি হচ্ছে মেসিরা

ভারতের পরবর্তী মিশন নিউজিল্যান্ড। ঘরের মাঠে কিউইদের বিপক্ষে খেলবে রোহিত-কোহলিরা। তারপর নভেম্বরে আছে অস্ট্রেলিয়ায় ৫ টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফি। আসন্ন এই সিরিজের কথা বিবেচনা করেই বেশকিছু পরিবর্তন হতে পারে। সিরিজ শুরু হওয়ার পূর্বে তেমনই আভাস দিয়েছিলেন। ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

বাংলাদেশের বিপক্ষে জাসপ্রিত বুমরাহকে বিশ্রাম দিতে পারে ভারত। যেকোনো সময় যেকোনো পরিস্থিতিতে ম্যাচ পাল্টানোর ক্ষমতা আছে এই পেসারের। আসন্ন সিরিজের কথা ভেবেই তাকে নিয়ে কোন রিস্ক নিতে চাইবে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। লুকেশ রাহুল বাংলাদেশের বিপক্ষে তেমন একটা ভালো খেলেনি। তাকেও বিশ্রামে পাঠাতে পারে।

কানপুরের টেস্ট একাদশে দেখা যেতে কুলদিব যাদবকে। ইংল্যান্ড সিরিজে ১৯ উইকেট পাওয়া এই স্পিনাকে প্রথম ম্যাচে দেখা যায়নি। রাহুলের যায়গায় সুযোগ পেতে পারে সরফরাজ খান।

ঋষব পান্তকে ৫ নম্বর পজিশনে ব্যাট করতে দেখা যেতে পারে। চেন্নাই টেস্টে জেতার পর রোহিতের কাছে পান্তের চাওয়া ছিল ৫ নম্বরে ব্যাট করার।

দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সাওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পান্ত, সরফরাজ খান, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ।

ক্রিফোস্পোর্টস/২৩সেপ্টেম্বর২৪/এইচআই

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট