Connect with us
ক্রিকেট

আফগানিস্তানের অপেক্ষা বাড়ল, দুই কোচের কণ্ঠে হতাশা!

আফগানিস্তান বনাম নিউজিল্যান্ড। ছবি - সংগৃহীত

কোনো বল না খেলেই পরিত্যক্ত হলো নিউজিল্যান্ড-আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট। ভারতের নয়ডাতে এই দুই দলের লাল বলে প্রথমবার মুখোমুখি হওয়ার কথা ছিল। পঞ্চম দিনেও খেলা মাঠে না গড়িয়ে সামিল হলো এক হতাশার রেকর্ডে। যা ২৬ বছরে প্রথমবার ঘটলো। ১৪৭ বছরের লাল বলের ইতিহাসে অষ্টমবার ঘটেছে এমন ঘটনা।

পঞ্চম দিনের টেস্ট ম্যাচে মাঠে খেলা না গড়িয়েই ম্যাচ পরিত্যক্ত হওয়ার এমন ঘটনা বিরল। ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে মাত্র অষ্টমবার এমন ঘটনা ঘটেছে। উপমহাদেশে এমন ঘটনা দ্বিতীয়বার। ১৯৯৮ সালে ঘন কুয়াশা কারণে পাকিস্তানে খেলা না গড়িয়েই পরিত্যক্ত হয়। সে বছরই, ডানেডিনে কোন বল না খেলেই ভারত-নিউজিল্যান্ড টেস্ট পরিত্যক্ত হয়েছিল।

গ্রেটার নয়ডায় পঞ্চম দিনের সকালে শুরু হয় বৃষ্টি। বৃষ্টি থামলেও, আউটফিল্ড আর পানি নিষ্কাশনের ব্যবস্থা এতটাই খারাপ ছিল যে ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ ৯ টার মধ্যে ম্যাচ বাতিল করতে বাধ্য হয়। ফলে টেস্টে প্রথমবার মুখোমুখি হতে যাওয়া আফগান-কিউইদের বাড়ল অপেক্ষা। দুই কোচের কন্ঠেও হতাশার বাণী।

আরও পড়ুন : হাতুরাসিংহের নির্ধারিত সময়ে না ফেরা কী বার্তা দিচ্ছে?

আফগানিস্তান কোচ জনাথন ট্রট বলেন, সত্যিই এটা খুবই হতাশার। এই ম্যাচটার জন্য ক্রিকেটাররা অনেক পরিশ্রম করেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার জন্য আমরা মুখিয়ে ছিলাম। অন্তত সীমিত ওভারেও শেষদিন খেলতে চেয়েছিলাম। তবে আগে আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা বিবেচনা করতে হবে।

নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেন বেশ কিছুদিন ধরে আফগানিস্তান দুর্দান্ত খেলছে। তারা কয়েকটা বিশ্বকাপে আমাদের শক্ত প্রতিদ্বন্দ্বী ছিল। আগামী সপ্তাহে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে। এর আগে আফগানদের বিপক্ষে খেলতে পারলে প্রস্তুতিটা দারুণ হতো।

তবে আফগানিস্তানকেই অবশ্যই এই দায় নিতে হবে। আবহাওয়া বিবেচনা করেই ভারতীয় ক্রিকেট বোর্ড(বিসিসিআই) কানপুর অথবা বেঙ্গালুরুরে ম্যাচ আয়োজনের কথা বলেছিল। কিন্তু যাতায়াতের সুবিধার জন্য নয়ডাকেই বেছে নিয়েছিল আফগানিস্তান।

ক্রিফোস্পোর্টস/১৪সেপ্টেম্বর২৪/এইচআই

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট