Connect with us
ক্রিকেট

বিশ্বকাপ জিতলেও কখনো চ্যাম্পিয়ন্স ট্রফি জেতেনি যে দেশ

ICC Champions Trophy
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ছবি- সংগৃহীত

আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে বসতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানসহ মোট ৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। স্বাগতিক পাকিস্তান ছাড়া বাকি ৭টি দল হলো বাংলাদেশ, ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং প্রথমবারের মতো অংশগ্রহণ করতে যাচ্ছে আফগানিস্তান।

১৯৯৮ সালে প্রথমবার মাঠে গড়ায় চ্যাম্পিয়ন্স ট্রফি। শুরুতে ২ বছর পর অনুষ্ঠিত হলেও ২০০৬ সালের পর ২০০৯, ২০১৩ এবং সবশেষ ২০১৭ সালে আয়োজিত হয়েছিল এই টুর্নামেন্ট। ৮ বছর পর ২০২৫ সালে আবারো মাঠে গড়াতে যাচ্ছে আইসিসির এই মেগা টুর্নামেন্টটি।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ দুইবার করে শিরোপা জিতে ভারত ও অস্ট্রেলিয়া। এছাড়া দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান একবার করে চ্যাম্পিয়ন হয়েছে।

আরও পড়ুন:

» ভারত সিরিজে বাংলাদেশের সম্ভাব্য টেস্ট দল

» শেষ ম্যাচ জিতে ইংলিশদের কাছে হোয়াইটওয়াশ এড়াল শ্রীলঙ্কা

তবে আইসিসি বিশ্বকাপজয়ী দলগুলোর মধ্যে এখনো শিরোপা জয়ের স্বাদ পায়নি ইংল্যান্ড। এখন পর্যন্ত দুইবার ফাইনাল খেলেছে থ্রি লায়ন্সরা। ২০০৪ সালের ফাইনালে ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরাজিত হয় তারা। এরপর ২০১৩ সালেও ঘরের মাটিতে ভারতের বিপক্ষে ফাইনাল হেরেছে দলটি।

এছাড়া অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে বাংলাদেশও এখনো শিরোপা জয়ের স্বাদ পায়নি। সবশেষ ২০১৭ আসরের সেমিফাইনালে উঠেছিল টাইগাররা। তবে সেখানে ভারতের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল লাল-সবুজের প্রতিনিধিদের।

ক্রিফোস্পোর্টস/৯সেপ্টেম্বর২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট