Connect with us
ফুটবল

ভিনির বদলে উরুগুয়ের বিপক্ষে কাল যাকে খেলাবেন ব্রাজিল কোচ

Vinicius Jr
ভিনিসিয়ুস জুনিয়র। ছবি - সংগৃহীত

কাল রবিবার (০৭ জুলাই) কোপা আমেরিকায় মহাগুরুত্বপূর্ণ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। কোপা আমেরিকার ৪৮ তম আসরের সেমিফাইনালে উঠতে হলে সেলেসাওদের এই উরুগুয়ে বাঁধা কাল টপকাতেই হবে। তবে শেষ আটের এই লড়াইয়ে কাল খেলবেন না ব্রাজিলের অন্যতম ভরসার প্রতীক ভিনিসিয়ুস জুনিয়র।

টানা দুই ম্যাচ হলুদ কার্ড দেখায় কোয়ার্টার ফাইনালে নিষেধাজ্ঞায় পড়েছেন এই তারকা। তাই প্রশ্ন উঠেছিল মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ভিনির জায়গায় কাল কাকে খেলাবেন দরিভাল জুনিয়র। সেটারই আভাস দিয়েছেন সেলেসাও কোচ। লাস ভেগাসে অনুষ্ঠেয় খেলায় কাল ভিনির বদলি হিসেবে শুরুর একাদশে ব্রাজিলিয়ান বিস্ময়বালক এন্ড্রিককে খেলানোর ইঙ্গিত দিয়েছেন দরিভাল।

ব্রাজিল কোচ বলেন, ‘আমরা দলের গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়কে কাল পাবো না। তবে আমরা দারুণ এক উদীয়মান খেলোয়াড়কে পেয়েছি যে দলে খেলতে সুযোগের সন্ধানে আছে। এটাই হয়তো এন্ড্রিকের সুযোগ লুফে নেয়ার সময়। আমরা সব সময় বলেছি যে, তাকে নিয়ে আমাদের কোন তাড়াহুড়ো নেই। আমরা তাকে সঠিক সময়েই সুযোগ দিতে চেয়েছি।’

আরো পড়ুন : পর্তুগালের জার্সিতে কি আর দেখা যাবে রোনালদোকে?

তাই এটা এখন অনুমেয় যে, আগামীকালের খেলায় ভিনির জায়গায় ব্রাজিলের শুরুর একাদশে মাঠে নামবেন ১৮ বছরে পা দিতে যাওয়া ব্রাজিলের এই বিস্ময় বালক। এর আগে চলতি বছরের মার্চ মাসে ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে গোলের অভিষেক করেন এন্ড্রিক।

পরে আরও দুই ম্যাচে গোল করে টানা তিন ম্যাচে সবচেয়ে কম বয়সী ব্রাজিলিয়ান হিসেবে গোলের কীর্তি গড়েন এই ব্রাজিলিয়ান।

ক্রিফোস্পোর্টস/৬জুলাই২৪/এমএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল