Connect with us
ফুটবল

ভুটানের উচ্চতার সঙ্গে খাপ খাইয়ে নিতে পাহাড়ে চড়ল বাংলাদেশ দল

The Bangladesh team hiked to adapt to the altitude of Bhutan
ভুটানের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে হাইকিং করেছে বাংলাদেশ দল। ছবি- সংগৃহীত

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ভুটানের বিপক্ষে তাদের মাটিতে ফিফার আন্তর্জাতিক দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচ দুটো সামনে রেখে বর্তমানে ভুটানে অবস্থান করছে জামাল। সেখানকার উচ্চতার সঙ্গে মানিয়ে নিতে আজ (শনিবার) হাইকিং করেছে বাংলাদেশ দল।

ভুটানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে রাজধানী থিম্পুতে। দুটি ম্যাচই হবে টার্ফে। তবে তার আগে সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতার সঙ্গে মানিয়ে নিতে পাহাড়ে চড়েছে বাংলাদেশের ফুটবলাররা। আজ থিম্পুর বুদ্ধ পয়েন্ট পর্যন্ত হাইকিং করেছে জামাল-বিশ্বনাথরা। আগামীকাল (রবিবার) থেকে আর্টিফিশিয়াল টার্ফের সঙ্গে মানিয়ে নিতে মাঠের অনুশীলন শুরু করবে সফরকারী দল।

মূলত সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা ও টার্ফের সঙ্গে মানিয়ে নেওয়াই এখন বাংলাদেশ দলের প্রধান লক্ষ্য। এ প্রসঙ্গে কোচ হ্যাভিয়ের কাবরেরা বলেন, ‘আগামীকাল থেকে আমরা মাঠে অনুশীলন শুরু করব। এখন আমাদের প্রধান লক্ষ্য সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা ও টার্ফের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নেয়া।’

আরও পড়ুন:

» মিরাজের ফাইফার ও তাসকিন স্পিডে গুটিয়ে গেল পাকিস্তান

» হঠাৎ কেন স্টেডিয়ামের নাম বিক্রি করতে গেল পাকিস্তান?

তিনি আরও বলেন, ‘ম্যাচের আগে সব মিলিয়ে চার সেশন পাব। সকালে জিম সেশন হয়েছে। এছাড়া আরো কিছু সেশন রয়েছে। আশা করি এগুলো আমাদের মানিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত হবে। উচ্চতার সঙ্গে মানিয়ে নিতে আজ হাইকিং করেছি। এটা হাঁটার চেয়ে বেশি কার্যকরী অনুশীলন।’

পাহাড়ে চড়ার অভিজ্ঞতা জানিয়ে ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ বলেন, ‘এখানে দুটো ম্যাচই জিততে চাই। দলের সবার লক্ষ্য এটাই। জীবনে প্রথমবার হাইকিং করলাম। দারুণ এক অভিজ্ঞতা। সবাই অনেক মজা করেছি। শুরুর দিকে উপরে উঠতে কিছুটা কষ্ট হয়েছে। তবে যখন উপরে উঠার পর সবকিছু স্বাভাবিক মনে হয়েছে।’

এছাড়া বাংলাদেশের ফরোয়ার্ড রাকিব হোসেন বলেন, ‘দলের সবাই পাহাড়ে হাইকিং করেছি। কিছুটা কষ্ট হয়েছে । আমাদের দেশের চেয়ে এখানকার আবহাওয়া একটু বেশি গরম, হালকা ঠান্ডাও রয়েছে। কিন্তু ধীরে ধীরে এখানকার আবহাওয়ার সঙ্গে আমরা মানিয়ে নিচ্ছি। যত দ্রুত আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে পারবো, আমাদের জন্য ততই ভালো।’

আগামী ৫ ও ৮ সেপ্টেম্বর ভুটানের রাজধানী থিম্পুতে মাঠে গড়াবে ম্যাচ দুটি।

ক্রিফোস্পোর্টস/৩১আগস্ট২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল