Connect with us
ক্রিকেট

বল লাগল মাঝ ব্যাটে, তবুও এলবিডব্লিউর রিভিউ নিলেন শান্ত

The ball came in the middle of the bat, but Shanto took the LBW review
এমনই ঘটনা ঘটেছে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন। ছবি- সংগৃহীত

উইকেটে তখন স্ট্রাইকে আছেন শ্রীলঙ্কান ব্যাটার কুশল মেন্ডিস। তাকে বল করছেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। এর মধ্যে তাইজুলের ছোড়া একটি বলে ঠিকঠাক মতই ডিফেন্স করেন লঙ্কানদের উইকেটরক্ষক ব্যাটসম্যান। এরপরই সবাইকে অবাক করে দিয়ে এলবিডব্লিউ এর জন্য আম্পায়ারের কাছে আবেদন করেন টাইগার কাপ্তান নাজমুল হোসেন শান্ত।

অথচ তাইজুলের সে বলটি কুশল যে এত ভালো মত ডাউন দ্য উইকেটে এগিয়ে এসে ডিফেন্স করেছে যে বল তার ব্যাটের একদম মাঝ বরাবরই লেগেছিল। এমনকি তা টিভি রিপ্লেতেই স্পষ্ট দেখা গেছে। ফলে মাঠের আম্পায়রদের আর টিভি আম্পায়ারের শরণাপন্ন পর্যন্ত হতে হয়নি। এর ফলে শুধু শুধু একটি রিভিউ হারাতে হয় স্বাগতিকদের।

কুশলের ব্যক্তিগত ২৯ রানের সময় নেয়া এই রিভিউয়ের কারণে বাংলাদেশের কোনো ফায়দা নাহলেও ৯৩ রানে আউট হওয়া এই উইকেটরক্ষক ঠিকই সাকিব আল হাসানদের উপর চাপ সৃষ্টি করে গেছেন। মাত্র সাত রানের জন্য শতক করতে না পারা কুশলকে সাজঘরে পাঠান পাঁচ মাস পর দলে ফেরা সাকিব আল হাসান।

প্রথম দিনের খেলা শেষে সফরকারীদের সংগ্রহ ৯০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩১৪ রান। উইকেটে দিনেশ চান্দিমাল ৩৪ রানে ও ধনঞ্জয়া ডি সিলভা ১৫ রানে অপরাজিত আছেন। এছাড়া দুই লঙ্কান ওপনারই অর্ধ শতকের দেখা পেয়েছেন। মাদুশকার ব্যাট থেকে ৫৭ ও করুণারত্নের ব্যাট থেকে ৮৬ রান এসেছে। এছাড়া ম্যাথিউজ ধীরগতিতে ২৩ রান যোগ করেছেন।

প্রথম দিনে অভিষিক্ত হাসান মাহমুদ নিয়েছেন ২ উইকেট ও সাকিবের শিকার ১ টি। বাকিটা রান আউটের শিকার।

আরও পড়ুন: চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের একাধিক ক্যাচ মিস, দিনশেষে এগিয়ে শ্রীলঙ্কা

ক্রিফোস্পোর্টস/৩০মার্চ২৪/এমএস/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট