চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে নতুন রূপে হাজির হয়েছেন তাসকিন আহমেদ। টাইগার এই তারকা পেসার গোঁফ রাখছেন বড়। চুলের স্টাইলেও এসেছে পরিবর্তন। তবে এত পরিবর্তনের মাঝেও নিজের পারফরমেন্সের ধারাবাহিকতা থেকে সরে আসেননি তিনি। বিপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই রীতিমতো ইতিহাস গড়েছেন এই টাইগার ক্রিকেটার।
দুর্বার রাজশাহীর হয়ে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে গতকাল এক ম্যাচেই ১৯ রান খরচায় ৭ উইকেট তুলে নিয়েছিলেন তাসকিন। যা বিপিএলের ইতিহাসে সেরা বোলিং ফিগার। এমনকি স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্ব রেকর্ডের পাশে নাম লিখেছেন তিনি। তার সমান এক ম্যাচে এত উইকেট এর আগে শিকার করার নজির রয়েছে কেবল দুই বোলারের।
এদিন দলকে জেতানোর পর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন তাসকিন আহমেদ। যেখানে তিনি বলেন, ‘যদি ভালো উইকেট পাই, আমার ছেলে এবং বাবা খুশি হয়। নিঃসন্দেহে ওদের সমর্থন আমার বড় অনুপ্রেরণা। যেদিন আমি ভালো বোলিং করতে পারি না, তখন তাশফিন মন খারাপ করে। আজকে নিশ্চিত, সে অনেক খুশি। এটা তাশফিনের জন্যই।’
আরও পড়ুন:
» ভারত টেস্টে আবারও ক্যাচ বিতর্ক, বিভক্ত ক্রিকেট বোদ্ধারা
» বিপিএলে দলের সাইড বেঞ্চে রিশাদ, কারণ জানাল ফ্র্যাঞ্চাইজি
এই ম্যাচে এমন কীর্তি গড়বেন তাসকিন সেটা নাকি আগে থেকেই মজার ছলে আলোচনা করে রেখেছিলেন তিনি। ম্যাচের আগের এক ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আজ একটা মজার ঘটনা ঘটেছিল। আমাদের টিম বয় ভাই বলল, ‘‘ভাইয়া, তুমি আজ ৪ উইকেট নাও।’’ আমি হেসে বললাম, চাইলে বেশি চাও, ৮ উইকেটও হতে পারে! কিন্তু ৭ উইকেট পেয়েছি, এটাই অনেক আনন্দের।’
এদিকে হঠাৎ নিজের চুল এবং গোঁফের স্টাইল পরিবর্তন করার কারণ কী– এমন প্রশ্নের জবাবও দিয়েছেন তাসকিন। মূলত নিজের বাবার মত হওয়ার চেষ্টা থেকেই নিজের গোঁফ বড় করেছেন বলে জানান তিনি, ‘বাবার ছোটবেলার একটা ছবি দেখলাম মোচ-টোচ রাখা, ভাবলাম আমিও রেখে দেখি কিছুদিন।’ তাই নিজের গোঁফও প্রথমবারের মতো এমন বড় রেখেছেন তাসকিন।
গতকাল বৃহস্পতিবার বিপিএলে দিনের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীর কাছে ৭ উইকেটে পরাজিত হয় ঢাকা। সেদিন টুর্নামেন্টের ইতিহাসে সেরা বোলিং করেন রাজশাহীর পেসার তাসকিন আহমেদ। তার একার ৭ উইকেট শিকারে ১৭৪ রান তুলতে পারে ঢাকা ক্যাপিটালস। বিপরীতে ১১ বল হাতে রেখেই এনামুল হক রায়ান বার্লের ঝড়ো ফিফটিতে লক্ষ্য পূরণ করে নেয় রাজশাহী।
ক্রিফোস্পোর্টস/৩জানুয়ারি২৫/এফএএস