Connect with us
ক্রিকেট

এলপিএল নিলামে একমাত্র বাংলাদেশি হিসেবে দল পেলেন তাসকিন

Taskin got a team in the LPL auction
মুস্তাফিজের পর এবার তাসকেন দল পেলেন এলপিএলে। ছবি- সংগৃহীত

লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) এবারের নিলামে একমাত্র বাংলাদেশি হিসেবে দল পেলেন পেসার তাসকিন আহমেদ। এলপিএল দল কলম্বো স্ট্রাইকার্স ৫০ হাজার ইউএস ডলারের ভিত্তি মূল্যে তাকে দলে ভেড়ায়। তিনি ছাড়া লিটন দাস, মুশফিকুর রহিমসহ চার টাইগার ক্রিকেটার অবিক্রিত আছেন।

আজ (মঙ্গলবার) কলম্বোর একটি হোটেলে বসেছিল এলপিএলের আগামী আসরের নিলাম। নিলামে প্রথম বাংলাদেশি হিসেবে নাম উঠে আসে লিটন দাসের। এরপরই টাইগার উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিমের নাম আসে কিন্তু দু’জনের কাউকেই কোনো দল কিনতে আগ্রহ দেখায়নি।

তাদের পরই তৃতীয় বাংলাদেশি হিসেবে তাসকিনের নাম উঠলে তার বেলায়ও শুরুতে কোন দল সাড়া না দিলেও পরে কলম্বো স্ট্রাইকার্সের টেবিল থেকে প্যাডেল উঠে আসলে ৫০ হাজারের ভিত্তি মূল্যেই তাকে কিনে নেয় ফ্র্যাঞ্চাইজিটি।

১ জুলাই থেকে মাঠে গড়াবে এলপিএলের আগামী মৌসুম। সব কিছু ঠিকঠাক থাকলে ক্যারিয়ারে দ্বিতীয় বারের মত ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে দেখা যাবে তাসকিনকে। ২০২৩ সালে জিম্বাবুয়ের টি-টেন লিগে প্রথমবারের মত খেলেছিলেন এই টাইগার পেসার। সেবার একই দলে জাতীয় দলের সতীর্থ মুশফিকুর রহিমকে টি-টেন লিগেও সতীর্থ হিসেবে পেয়েছিলেন।

তবে এবারের এলপিএলে কাউকে সতীর্থ হিসেবে না পেলেও মুস্তাফিজের বিরুদ্ধে খেলতে দেখা যেতে পারে তাসকিনকে। কেননা আরেক ফ্র্যাঞ্চাইজি ডাম্বুলা থান্ডার্স এবার আগেই কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তির মাধ্যমে নিজেদের ডেরায় ভিড়িয়েছে।

গত আসরে জাফনা কিংসের হয়ে ভালো খেলা তাওহীদ হৃদয়ও এবার অবিক্রীত থেকে গেছেন। গেল বার ভাল খেলার পরও আগামী আসরের জন্য তাকে কিনতে কোনো ফ্র্যাঞ্চাইজিই আগ্রহ প্রকাশ করেনি। এবারের নিলামে তাওহীদের ভিত্তিমূল্য ছিল ৪০ হাজার ইউএস ডলার।

৩০ হাজার ভিত্তিমূল্যে নিলামে নাম দেওয়া টাইগার কাপ্তান নাজমুল হোসেন শান্ত চতুর্থ বাংলাদেশি হিসেবে অবিক্রিত থেকে গেছেন। আর মুশফিকের ভিত্তিমূল্য ছিল সর্বোচ্চ ৫০ হাজার ইউএস ডলার।

তাসকিনকে দলে ভেড়ানোর ব্যাপারে শ্রীলঙ্কার সাবেক পেসার ও ক্রিকেট ধারাভাষ্যকার পারভেজ মাহরুফ বলেন, ‘তাসকিন আন্তর্জাতিক ক্রিকেটে যেমন পারফর্ম করছে তাতে এমন মূল্যে বিক্রি হওয়াতে আমি মোটেই অবাক নই। এটা কলম্বোর জন্য খুব ভালো একটা কল ছিল। তারা তাদের হোম ওয়ার্ক খুব ভালো মতই করেছে বুঝা যাচ্ছে। কারণ তাদের খুব ভালো মানের একজন বিদেশি পেসারের প্রয়োজন ছিল, আর সেটাই তারা করেছে।’

কলম্বোতে তাসকিন সতীর্থ হিসেবে বেশ কিছু বিশ্বমানের ক্রিকেটার পেয়েছেন। তাদের মধ্যে শাদাব খান, গ্লেন ফিলিপস ও রহমানউল্লাহ গুরবাজের মত ক্রিকেটাররাও রয়েছেন।

এছাড়াও শ্রীলঙ্কান সেনসেশন মাথিশা পাথিরানাকে ১ লাখ ২০ হাজার ডলারে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। দেশীয় অলরাউন্ডার হিসেবে আছেন থিসারা পেরেরা, চামিথ করুণারত্নে ও দুনিথ ওয়েলালাগে।

আরও পড়ুন: আর তিনটি মুকুট জয়ের দ্বারপ্রান্তে বাবর আজম 

ক্রিফোস্পোর্টস/২১মে২৪/এমএস/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট