Connect with us
ক্রিকেট

যুক্তরাষ্ট্র সিরিজ থেকে বাদ তাসকিন, অনিশ্চিত বিশ্বকাপেও!

Taskin is excluded from the US series, uncertain in the World Cup!
ইনজুরির কারণে যুক্তরাষ্ট্র সিরিজ থেকে ছিটকে গেলেন তাসকিন। ছবি- সংগৃহীত

ইনজুরি যেকোনো ক্রিকেটারের জন্যই দুঃস্বপ্নের মতো। তাই সকল ক্রিকেটাররাই ইনজুরি এড়িয়ে খেলা চালিয়ে যেতে চান। তবে দুর্ভাগ্যজনকভাবে বার বার ইনজুরির শিকার হচ্ছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। তার সঙ্গে ইনজুরির পুরোনো বন্ধুত্ব। আর বিশ্বকাপ এলেই যেন এই বন্ধুত্বের বন্ধন আরো বেশি দৃশ্যমান হয়।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আবারো ইনজুরিতে পড়েছেন তাসকিন। শরীরের ডান পাশের মাংসপেশির চোটে ভুগছেন এই স্পিডস্টার। যে কারণে বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পাচ্ছেন তিনি।

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি হিসেবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। তবে এই সিরিজ থেকে ছিটকে গেছেন তাসকিন। বিসিবি সূত্রমতে, এই সিরিজে বিশ্রামে থাকবেন তিনি।

গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় বাংলাদেশ। মূলত মাংশপেশিতে ব্যথা অনুভব করায় তাকে এই ম্যাচের একাদশে রাখা হয়নি। পরবর্তীতে তার স্ক্যান করা হয়েছে।

স্ক্যানের রিপোর্ট অনুযায়ী, তাসকিনের পেশিতে চিড় ধরা পড়েছে। তবে এমআরআই রিপোর্ট এখনো পাওয়া যায়নি। সেটা পেলেই তাকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আগামী ২১, ২৩ ও ২৫ মে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই সিরিজে অংশ নিতে আগামী ১৫ মে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে টাইগারদের। এই সিরিজে না থাকলেও দলের সঙ্গে সফর করবেন তাসকিন।

আগামী ২৫ মে এর মধ্যে আইসিসিতে পাঠানো ১৫ সদস্যের দলে পরিবর্তন আনার সুযোগ রয়েছে। এর মধ্যে তাসকিন সুস্থ হলে তাকে দলে রাখা হবে।

আরও পড়ুন: অবশেষে বিশ্বকাপের দল ঘোষণার সময় জানাল বিসিবি 

ক্রিফোস্পোর্টস/১৩মে২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট