Connect with us
ক্রিকেট

ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে তাসকিন-হৃদয়, লিটনের অবনতি

Taskin-Hridoy achieved a career best rankings, Litton's deterioration
সবশেষ হালনাগাদকৃত র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। ছবি- সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। যদিও আসন্ন বিশ্বকাপে খেলতে না পারা দলটির বিপক্ষে টাইগারদের ব্যাটিং বিভাগ মোটেই আশা জাগানিয়া কিছু করতে পারেনি। কিন্তু বোলিং বিভাগ প্রতি ম্যাচেই দ্যুতি ছড়িয়ে যাচ্ছে। বিশেষ করে ৩ ম্যাচে ৬ উইকেট নিয়ে এখন পর্যন্ত সফলতম বোলার তাসকিন আহমেদ।

এছাড়া চলতি সিরিজে সেরা ছয় উইকেট শিকারির তালিকায় স্বাগতিকদের জয়জয়কার। চার জনের মধ্যে চার জনই বাংলাদেশের বোলার। তাদের মধ্যে শেখ মেহেদি অন্যতম।

এই দুই টাইগার বোলারই ভালো পারফরম্যান্সের সুফল পেয়েছেন। আইসিসির সবশেষ হালনাগাদকৃত টি-টোয়েন্টির বোলিং র‍্যাঙ্কিংয়ে দুজনেই এগিয়েছেন।

আর ব্যাটারদের ব্যর্থতার সিরিজে একমাত্র ব্যতিক্রম ছিলেন তাওহীদ হৃদয়। সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক এই ডান হাতি। ফলস্বরূপ র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন এই মিডল অর্ডার ব্যাটার।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম বারের মত র‍্যাঙ্কিংয়ে সেরা ১০০ এর মধ্যে জায়গা পেয়েছেন তিনি। ২৬ ধাপ এগিয়ে বর্তমানে ৯০ তম স্থানে আছেন হৃদয়। দুই ধাপ এগিয়ে মাহমুদুল্লাহ আছেন ৮১ নম্বরে।

অন্য দিকে বল হাতে দলকে নেতৃত্ব দেওয়া তাসকিন ৬ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ২৬ নম্বরে উঠে এসেছেন। টি-টোয়েন্টিতে এর চেয়ে ভাল অবস্থানে তিনি আর কখনোই ছিলেন না।

উন্নতির মুখ দেখেছেন প্রথম দুই ম্যাচে ৩ উইকেট শিকার করা স্পিনার শেখ মেহেদিও। নিউজিল্যান্ডের পেসার টিম সাউদির সঙ্গে যৌথভাবে ২২ নম্বরে নম্বরে জায়গা পেয়েছেন তিনি।

দুই জন টাইগার বোলারের র‍্যাঙ্কিংয়ে অবনতিও হয়েছে। দুই ধাপ পিছিয়ে নাসুম আহমেদ বর্তমানে র‍্যাঙ্কিংয়ে ৪৩ নম্বরে ও পাঁচ ধাপ পেছানো পেসার হাসান মাহমুদ আছেন ৫১ নম্বরে।

এছাড়াও জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি র‍্যাঙ্কিং তালিকায় উন্নতির মুখ দেখেছেন। পাঁচ ধাপ এগোনো মুজারাবানির বর্তমান র‍্যাঙ্কিং ৬৯ নম্বর।

কিন্তু জিম্বাবুয়েকে পেয়েও ব্যাট হাতে রানে ফিরতে পারছেন না টাইগার ওপেনার লিটন দাস। তার ব্যর্থতার হিসাব দিনকে দিন কেবল বড়ই হচ্ছে। চলতি সিরিজেও রান খরায় ভোগা লিটন দুই ধাপ পিছিয়ে এখন আছেন ৩১ নম্বরে।

দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ দলপতি শান্তর অবস্থান ৩৪ নম্বরে। অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে সাকিব অবশ্য এখনো শীর্ষস্থান দখলে রাখলেও বোলারদের তালিকায় আরও দুই ধাপ পিছিয়ে সাকিব জায়গা পেয়েছেন ৭২ নম্বরে।

আরও পড়ুন: জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ম্যাচে দলে ফিরলেন সাকিব-মুস্তাফিজ 

ক্রিফোস্পোর্টস/৮মে২৪/এমএস/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট