Connect with us
ক্রিকেট

টি-টেনের ড্রাফটে তামিম ইকবালের নাম

তামিম ইকবাল
তামিম ইকবাল। ছবি- গুগল

বহুল জনপ্রিয় টি-টোয়েন্টির এই যুগে ১০ ওভারের খেলা টি-টেন টুর্নামেন্টও এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এমন একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হলো আবুধাবি টি-টেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট যার প্লেয়ার ড্রাফট আজ (সোমবার) অনুষ্ঠিত হওয়ার কথা।

এবারের প্লেয়ার ড্রাফটে বিভিন্ন দেশের মোট ৭৮২ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে তামিম ইকবাল ও লিটন দাসের নামও রয়েছে। এছাড়াও পাকিস্তানের শহীদ আফ্রিদি ও মোহাম্মদ হাফিজ, অস্ট্রেলিয়ার ক্রিস লিন, আদিল রশিদ, মোহাম্মদ নবীর মতো ক্রিকেটারের নাম আছে ড্রাফটে।

ড্রাফটের আগেই অবশ্য সরাসরি সাইনিংয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ধরে রেখেছে বাংলা টাইগার্স ফ্র্যাঞ্চাইজি। গত আসরেও বাংলাদেশি মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলেছেন সাকিব। এছাড়াও সাকিবের দলে ইফতিখার আহমেদ, পাথিরানা, ইউসুফ পাঠানের মত ক্রিকেটার আছেন।

দিল্লি দলে ভিড়িয়েছে আম্বাতি রাইডুকে। তামিম ছাড়াও বাংলাদেশের উইকেট কিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস ড্রাফটের প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন। এবারের আসর নিয়ে আশাবাদ ব্যক্ত করে টি-টেন গ্লোবালের চেয়ারম্যান সাজি উল মুলক বলেন, আশা করছি এবারের আসর বাকি সব আসরকে ছাপিয়ে যাবে।

এবারের আসরে মোট ৮টি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো- বাংলা টাইগার্স, দিল্লি বুলস, নিউইয়র্ক স্ট্রাইকার্স, ডেকান গ্লাডিয়েটরস, মরিসভিলি স্যাম্প আর্মি, নর্দার্ন ওয়ারিয়র্স, টিম আবুধাবি এবং চেন্নাই ব্রেভস।

আরও পড়ুন: শুভমান গিলকে নিয়ে দুঃসংবাদ পেল ভারত

ক্রিফোস্পোর্টস/৯অক্টোবর২৩/এমএস/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট