Connect with us
ক্রিকেট

টাইগারদের ব্যর্থতায় পাশে তামিম

Tamim Iqbal
তামিম ইকবাল। ছবি- সংগৃহীত

নতুন কিছু করে দেখানোর স্বপ্ন নিয়ে বিশ্বকাপ খেলতে ভারতের মাটিতে গিয়েছে বাংলাদেশ দল। দেশ ছাড়ার আগে অনেক প্রত্যাশার কথা জানিয়ে গেছে সাকিব-লিটনরা। সেই প্রত্যাশার কমতি ছিল না ভক্ত সমর্থকদের মধ্যেও। ওয়ানডে সুপার লিগে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে এই বিশ্বকাপে ভালো কিছু করার ইঙ্গিত দিয়ে রেখেছিল টাইগাররা। তবে সেই প্রত্যাশার পারদে জল ঢেলে আগেভাগেই বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায় নিশ্চিত করেছে বাংলাদেশ দল।

বিশ্বকাপের শুরুতে কম বিতর্ক হয়নি তামিমকে দলে না রাখা নিয়ে। একের পর এক ঘটনার প্রেক্ষিতে সাকিব ও তার দল নিয়ে হয়েছে নানা সমালোচনা। বিশ্বকাপে ভরাডুবির পর সেই মাত্রা ছাড়িয়ে গেছে সবকিছুকে। ২০০৭ সাল থেকে প্রতিটি বিশ্বকাপে কমপক্ষে তিনটি করে ম্যাচ জিতেছিল টাইগাররা। তাই এবারের আসরে ভক্তদের প্রত্যাশাও ছিলো আরেকটু বেশি।

সাকিব লিটনদের এমন বাজে পারফরমেন্সে ব্যাপক সমালোচনা হচ্ছে গণমাধ্যম থেকে চায়ের কাপ সর্বত্রই। দলের এমন করুন পরিস্থিতিতে পাশে দাঁড়িয়েছেন টাইগারদের সাবেক কাপ্তান তামিম ইকবাল খান।

তিনি বলেন, ‘ক্রিকেট এমন একটা জিনিস যেটা মানুষকে একত্র করে। আমরা ক্রিকেট নিয়ে এতো ইমোশনাল যে, যখন ভালো হয় না আমাদের মনে হয় দুনিয়া শেষ হয়ে গেল। আর যখন ভালো হয় তখন আমাদের মনে হয় সব জয় করে নিয়েছি। এখন আমরা একটু কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। যেহেতু আপনারা একটি মিডিয়া। আমি বলব, চেষ্টা করেন এই মুহূর্তে দলের পাশে থাকতে। সবাই কোনো না কোনো জায়গায় হতাশা বের করে নেয়।’

ক্রিকেটারদের পরিবাররাও বিভিন্ন সমালোচনার শিকার হচ্ছেন। তাই তামিম বলেন ‘একটু চিন্তা করেন ১৫টা ছেলে ওখানে গিয়ে চেষ্টা করছে। তাদের পরিবার বা তাদের ওপর কীভাবে প্রতিক্রিয়াটা পড়েছে। আমি জানি এটা কঠিন সময়, আমরা জাতিকে হতাশ করেছি। কিন্তু দিন শেষে ওরা সবাই মানুষ।’

দেশে অসংখ্য তামিম ভক্ত তাকে মিস করেছেন বিশ্বকাপের মঞ্চে। তামিম আর ক্রিকেটে ফিরবেন কিনা তা নিয়েও রয়েছে বিতর্ক। পরবর্তীতে তামিমের ক্রিকেট খেলা নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, ‘আমি খেলি বা না খেলি সেটা ব্যাপার না। বাংলাদেশ খেলছে আমাদের সমর্থন করা উচিত। জানি না খেলব কি খেলব না সামনে। যদি খেলি তাহলে মাঠে দেখবেন আর যদি না খেলি তাহলে সেইম। দোয়া করবেন আমার জন্য।’

আরও পড়ুন: শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনালে ভারত

ক্রিফোস্পোর্টস/০৩নভেম্বর২৩/এফএস/এমটি

 

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট