Connect with us
ক্রিকেট

আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হচ্ছে তামিমের

আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হতে যাচ্ছে তামিমের। ছবি- সংগৃহীত

আগামীকাল বুধবার মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজ নির্ধারণী এই ম্যাচের প্রথম দিনে কমেন্ট্রি প্যানেলে দেখা যাবে দেশসেরা ওপেনার তামিম ইকবালকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাক্তিগত অ্যাকাউন্টে এই বিষয়টি নিশ্চিত করেছেন তামিম।

গত দু’মাস ধরেই বাংলাদেশ দলের সঙ্গে অনিয়মিত তামিম ইকবাল। শেষ বার আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে। এরপর চোটের কারণে এশিয়া কাপ খেলতে না পারার পাশাপাশি অধিনায়কত্ব থেকেও সরে দাঁড়ান তিনি। এরপর নানা নাটকীয়তায় বিশ্বকাপের দলেও জায়গা হয়নি সাবেক এই ওয়ানডে অধিনায়কের।

বিশ্বকাপ দলে জায়গা হারিয়ে ক্রিকেট থেকে নিজেকে কিছুটা দূরে সরিয়ে নেন তামিম। চলমাম টেস্ট সিরিজ ও পরবর্তীতে নিউজিল্যান্ডের সফর থেকে নাম সরিয়ে নিয়েছেন দেশসেরা এই ওপেনার। সম্প্রতি জানিয়েছেন, বিপিএলের আসন্ন আসরের মধ্য দিয়েই ক্রিকেটে ফিরবেন তিনি।

ক্রিকেট মাঠে তামিম না থাকলেও কমেন্ট্রি প্যানেলে দেখা যাবে তাকে। চলমান বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে দু’টি। এই ম্যাচে প্রথম দিন ধারাভাষ্য দিবেন তামিম ইকবাল।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) ফেসবুকে একটি পোস্ট দিয়ে তামিম ক্যাপশনে লিখেন, আগামীকাল বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ধারাভাষ্যকার প্যানেলের ছোট্ট একটি অংশ হিসেবে থাকবো। আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে এটাই প্রথম!

আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্যকার হিসেবে আগামীকাল অভিষেক হতে যাচ্ছে তামিমের। এর আগে বিপিএলে ধারাভাষ্য দিয়েছিলেন তিনি। তামিমের ধারাভাষ্য দেয়ার সময় ১২.৪০ থেকে ১.১০ এবং ১.৪০ থেকে ২.১০।

আরও পড়ুন: দ্বিতীয় টেস্টের আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ শিবির

ক্রিফোস্পোর্টস/০৫ডিসেম্বর২৩/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট