Connect with us
ক্রিকেট

বিসিবি প্রাঙ্গণে হঠাৎ তামিম ইকবালের আগমন

বিসিবিতে তামিম ইকবাল। ছবি- সংগৃহীত

আজ সকাল থেকেই বিসিবি প্রাঙ্গণ ও শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কর্মচারী ও স্টাফদের ব্যস্ততা দারুন। কেননা বিসিবি পরিদর্শনের কথা রয়েছে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার। আর এই ব্যস্ততার মাঝেই বিসিবি প্রাঙ্গণে দেখা গেল দীর্ঘদিন যাবত জাতীয় দলের বাইরে থাকা সাবেক অধিনায়ক তামিম ইকবাল খানকে।

আজ সোমবার (১৯ আগস্ট) মিরপুরের হোম অব গ্রাউন্ডে দেখা যায় খান সাহেবকে। বেলা সাড়ে ১২টা নাগাদ শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আসেন তিনি। এসময় বিসিবি ভবনে যান তামিম। হঠাৎ তার আগমনের কারণ পরিষ্কারভাবে জানা না গেলেও মূলত তিনি কোন মিটিং করতে এসেছেন বলে ধারণা করা হচ্ছে।

গেল ভারত বিশ্বকাপের আগে থেকেই জাতীয় দলের বাইরে রয়েছেন এই সাবেক অধিনায়ক। তবে চলতি বছর বিপিএল দিয়ে ফেল ক্রিকেটে ফিরেছেন তিনি। কবে নাগাদ জাতীয় দলের ফিরবেন, সে বিষয়ে চলছিল বিস্তর আলোচনা। এর আগে জানা গিয়েছিল বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে সরাসরি আলোচনা করে সিদ্ধান্ত নেবেন, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি খেলবেন কিনা এ বিষয়ে।

তবে সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনে চাপের মুখে পদত্যাগ করেছে ছাড়তে বাধ্য হন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার পতনের পর দেশের সকল ক্ষেত্রে আসতে শুরু করে পালাবদল। রাজনৈতিকভাবে প্রভাব খাটানো বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা হয়তো পদত্যাগ করেছেন কিংবা রয়েছেন আত্মগোপনে। তেমনি বিসিবি সভাপতি পাপনও রয়েছেন সকলের আড়ালে। 

এদিকে সম্প্রতি তামিমের সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছিলেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তিনি জানিয়েছিলেন তামিমের ফেরার বিষয়ে বোর্ড সভাপতির সঙ্গে আলোচনা করার কথা ছিল। তবে বর্তমানে পরিস্থিতি পরিবর্তনের কারণে এখন সরাসরি তামিম ইকবালের সঙ্গে আলোচনা করে তার মতামত জানতে আর কোন সমস্যা নেই।

আরও পড়ুন: জাতীয় দলে খেলার স্বপ্ন অনিক বর্মনের

ক্রিফোস্পোর্টস/১৯আগস্ট২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট