অবশেষে সমাপ্ত হলো ২০২৪ টি-টোয়েন্টি বিশকাপের গ্রুপ পর্বের ম্যাচ। অংশগ্রহণকারী ২০ দলের চারটি গ্রুপ থেকে ২টি করে দল পরের রাউন্ডে বা সুপার এইট নিশ্চিত করেছে। যেখানে রয়েছে ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ।
সুপার এইটে ৮টি দল ২টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। যেখানে গ্রুপ-১ এ রয়েছে এ-১, বি-২, সি-১, ডি-২ এবং গ্রুপ-২ এ রয়েছে এ-২, বি-১, সি-২, ডি-১। আগামী ১৯ জুন থেকে শুরু হবে সুপার এইটের লড়াই, যা চলবে ২৫ জুন পর্যন্ত।
গ্রুপ-১: ভারত, অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও আফগানিস্তান।
গ্রুপ-২: ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন:
» সুপার এইটে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচগুলো কখন?
» ‘কৃপণ’ বোলিংয়ে ফার্গুসনের বিশ্বরেকর্ড
সুপার এইটের সময়সূচি
| তারিখ | মুখোমুখি | সময় | ভেন্যু |
| ১৯ জুন | যুক্তরাষ্ট্র-দক্ষিণ আফ্রিকা | রাত ৮.৩০ | অ্যান্টিগুয়া |
| ২০ জুন | ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ | সকাল ৬.৩০ | সেন্ট লুসিয়া |
| ২০ জুন | আফগানিস্তান-ভারত | রাত ৮.৩০ | বার্বাডোজ |
| ২১ জুন | অস্ট্রেলিয়া-বাংলাদেশ | সকাল ৬.৩০ | অ্যান্টিগুয়া |
| ২১ জুন | ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা | রাত ৮.৩০ | সেন্ট লুসিয়া |
| ২২ জুন | যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজ | সকাল ৬.৩০ | বার্বাডোজ |
| ২২ জুন | ভারত-বাংলাদেশ | রাত ৮.৩০ | অ্যান্টিগুয়া |
| ২৩ জুন | আফগানিস্তান-অস্ট্রেলিয়া | সকাল ৬.৩০ | সেন্ট ভিনসেন্ট |
| ২৩ জুন | যুক্তরাষ্ট্র-ইংল্যান্ড | রাত ৮.৩০ | বার্বাডোজ |
| ২৪ জুন | ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা | সকাল ৬.৩০ | অ্যান্টিগুয়া |
| ২৪ জুন | অস্ট্রেলিয়া-ভারত | রাত ৮.৩০ | সেন্ট লুসিয়া |
| ২৫ জুন | আফগানিস্তান-বাংলাদেশ | সকাল ৬.৩০ | সেন্ট ভিনসেন্ট |
ক্রিফোস্পোর্টস/১৮জুন২৪/বিটি