Connect with us
ক্রিকেট

ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ, ভাগ্য খুলবে কাদের?

বাংলাদেশ দল। ছবি- ইএসপিএন

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। চলতি মাসের শেষেই বাংলাদেশ আসার কথা রয়েছে জিম্বাবুয়ে দলের। বিশ্বকাপ পরিকল্পনায় যে সকল টাইগার ক্রিকেটাররা থাকবেন নির্বাচকদের নোটবুকে মূলত তারাই সুযোগ পাবেন এই জিম্বাবুয়ে সিরিজে।

যদিও জিম্বাবুয়ে সিরিজের জন্যে আনুষ্ঠানিকভাবে এখনও দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে কিছু ক্রিকেটার রয়েছেন যারা এই সিরিজে থাকছেন বলে অনেকটাই নিশ্চিত। অবশ্য শ্রীলঙ্কা সিরিজের বাংলাদেশ দল থেকে বেশ কিছু পরিবর্তন আসতে যাচ্ছে সেটা অনুমান করা যায়।

লঙ্কানদের বিপক্ষে সাদা বলের ক্রিকেটে অনুপস্থিত ছিলেন দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। জিম্বাবুয়ে সিরিজে তিনি দলে ফেরায় নিশ্চিত ভাবে হবে একাধিক পরিবর্তন। তবে বিশ্ব আসরের কথা মাথায় রেখে দলে কিছু ক্রিকেটারের নাম বারবার আসছে ঘুরে ফিরে। জিম্বাবুয়ে সিরিজ নতুন করে কপাল খুলতে পারে কার তা নিয়েও হচ্ছে আলোচনা।

জিম্বাবুয়ে সিরিজের দলে ওপেনিং স্লটে সৌম্য-লিটনের সঙ্গে ব্যাকআপ হিসেবে দেখা যেতে পারে তানজিদ হাসান তামিমকে। এছাড়া টপ অর্ডারে নিশ্চিত ভাবে থাকছেন টাইগার অধিনায়ক নাজমুল হাসান শান্ত। এরপর সাকিব, তাওহিদ হৃদয়, জাকের আলী এবং মাহমুদুল্লাহ রিয়াদও আছেন অনেকটা নিশ্চিত।

এছাড়া আইপিএলে খেলার মেয়াদ শেষে দলে যোগ দিলে পেস বোলিং আক্রমণে থাকবেন মুস্তাফিজুর রহমান। তার সঙ্গী হবেন শরিফুল ইসলাম এবং তাসকিন আহমেদ। এছাড়া স্পিন অ্যাটাকে সাকিবের পাশাপাশি থাকতে পারেন শ্রীলঙ্কা সিরিজে চমক দেখানো রিশাদ হোসেন কিংবা শেখ মাহেদী।

উল্লেখ্য, আগামী ৩ মে থেকে শুরু হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। মিরপুর এবং চট্টগ্রামের দুই ভেন্যু মিলে আয়োজিত হবে সিরিজটি। প্রথম তিন ম্যাচ যথাক্রমে ৩, ৫ ও ৭ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবং পরবর্তী দুই ম্যাচ ১০ ও ১২ মে অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

আরও পড়ুন: মেসি-রোনালদোর মধ্যে সবচেয়ে বেশি হ্যাটট্রিক কে করেছেন? 

ক্রিফোস্পোর্টস/১৭এপ্রিল২৪/এফএএস  

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট