Connect with us
ক্রিকেট

ভাষার মাস উপলক্ষে বিশেষ জার্সি পরে খেলবে সিলেট

SYS
বিশেষ জার্সিতে সিলেটের ক্রিকেটাররা। ছবি- সংগৃহীত

আজ থেকে শুরু হয়েছে ভাষার মাস। প্রতি বছর ফেব্রুয়ারি মাসের ২১ তারিখে বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষার মাস উপলক্ষে পরবর্তী দুই ম্যাচে বিশেষ জার্সি পরে খেলবে সিলেট স্ট্রাইকার্স।

ভাষার মাসকে শ্রদ্ধা জানাতে এই উদ্যোগ নিয়েছে স্ট্রাইকার্স ফ্রাঞ্চাইজি। সিলেটের এই বিশেষ জার্সিতে সবুজের মধ্যে কারুকার্যের মাধ্যমে সিলেটের ২০ টি ঐতিহ্যবাহী জিনিস ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া এই বিশেষ জার্সিতে খেলোয়াড়দের নাম লেখা হয়েছে বাংলায়।

বিপিএলের গত আসরে ভাষার মাসকে শ্রদ্ধা জানাতে কর্তৃপক্ষের আয়োজনে ধারাভাষ্যকাররা কালো রঙের এক বিশেষ পাঞ্জাবি পরেন। সেই পাঞ্জাবিতে বাংলা ভাষার বিভিন্ন বর্ণমালা ফুটিয়ে তোলা হয়েছিল।

আগামীকাল (২ জানুয়ারি) নিজেদের ষষ্ঠ ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স। পরবর্তীতে নিজদের ৭ম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষেও এই বিশেষ জার্সি পরে মাঠে নামবে শান্ত-মিথুনরা।

সিলেটের বিশেষ জার্সিতে যে ২০টি ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে-

সিলেটের পাহাড়, চা বাগান, চা গাছ, চা পাতা, সিলেটের ফুলের সৌন্দর্য, চায়ের পাত্র, পট শিল্প, সিলেটের পাথর, হাওরের সামুদ্রিক সৌন্দর্য, লালা খাল, লাল জলের লিলি, পরিযায়ী পাখি, আলী আমজাদ ক্লক টাওয়ার, কিন ব্রিজ, দরগা গেট, শহিদ মিনার, বাংলা বর্ণমালা, নাগরী লিপি, ক্রিকেট বল, ক্রিকেট স্টাম্প।

আরও পড়ুন: ক্রিকেটের তিন সংস্করণেই খেলার যোগ্য মাহমুদুল্লাহ: খালেদ মাহমুদ 

ক্রিফোস্পোর্টস/১ফেব্রুয়ারি২৪/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট