![Dhaka Capitals vs Sylhet Strikers](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2025/01/Dhaka-Capitals-vs-Sylhet-Strikers.jpg.webp)
অবশেষে ২০২৫ বিপিএলে প্রথম জয়ের দেখা পেল সিলেট স্ট্রাইকার্স। টানা চার হারের পর নিজেদের পঞ্চম ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেয়েছে দলটি। শুক্রবার (১০ জানুয়ারি) রোমাঞ্চকর এক ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৩ উইকেটে হারিয়েছে আরিফুল হকের দল। অন্যদিকে এবারের বিপিএলে এখনো জয়শূন্য ঢাকা ক্যাপিটালস। এ নিয়ে টানা ৬ ম্যাচে হেরেছে রাজধানীর দলটি।
সিলেটে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করে সিলেট। তবে এত বড় সংগ্রহ নিয়েও জয়ের দেখা পায়নি ঢাকা। রোমাঞ্চকর এই ম্যাচে শেষ হাঁসি হাসে সিলেট। ৮ বল ও ৩ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা।
সিলেটে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করে সিলেট। তবে এত বড় সংগ্রহ নিয়েও জয়ের দেখা পায়নি ঢাকা। রোমাঞ্চকর এই ম্যাচে শেষ হাঁসি হাসে সিলেট। ৮ বল ও ৩ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা।
আরও পড়ুন:
» আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন তামিম ইকবাল
» তাসকিনের ওপর নজর পিএসএলের দুই ফ্র্যাঞ্চাইজির!
রানতাড়ায় নেমে শুরুতেই বিপদে পড়ে সিলেট। ইনিংসের প্রথম বলেই মুস্তাফিজের শিকার হয়ে ফিরে যান রাহকিম কর্নওয়াল। এরপর নিয়মিত বিরতিতে আরো দুটি উইকেট হারায় হারায়। দলীয় ১৯ রানে জর্জ মানসে (১১) এবং ৪২ রানের মাথায় অ্যারন জোনস (১৪) ফিরে যান। তবে একপ্রান্ত আগলে দ্রুতগতিতে রান তুলতে থাকেন জাকির হাসান। মাঝে নাহিদুল ইসলাম ১১ বলে ১১ রানের ইনিংস খেলে ফিরে যান। এরপর জাকির তার অর্ধশতক তুলে নেন। দলীয় ১০৯ রানের মাথায় তার ২৭ বলে ৫৮ রানের ইনিংসে সমাপ্তি ঘটান রানজানে।
এরপর রনি তালুকদারের ২০ বলে ৩০, জাকের আলীর ১৭ বলে ২৪ এবং আরিফুল হকের ১৫ বলে ২৮ রানের ইনিংসে ভর করে ১৮.৪ বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট। ঢাকার হয়ে ২টি করে উইকেট শিকার করেন ফারমানউল্লাহ শফি ও রানজানে। এছাড়া ১টি করে উইকেট নেন মুস্তাফিজ, আবু জায়েদ ও মোসাদ্দেক।
এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুতে ওপেনার তানজিদ হাসান তামিমকে হারায় ঢাকা ক্যাপিটালস। তবে লিটনের ব্যাটে শুরুর বিপত্তি কাটিয়ে ঘুরে দাঁড়ায় ঢাকা। ইনিংসের শুরু থেকেই মেরে খেলতে থাকেন এই ওপেনার। অপরপ্রান্তে তাকে সঙ্গ দেন মুনিম শাহারিয়ার। যদিও মুনিম কিছুটা ধীরগতিতে খেলেন। তবে ইনিংসে সেটার প্রভাব পড়তে দেননি লিটন। ২৯ বলে পৌঁছে যান মাইলফলকে।
ফিফটি রানের মাইলফলক স্পর্শের পর শতরানের মাইলফলকের দিকে এগোতে থাকেন লিটন। তবে মাঝপথেই কাটা পড়েন এই ওপেনার। দলীয় ১৩৬ রানের মাথায় রাহকিম কর্নওয়েলের বলে এলবিডব্লিউর শিকার হয়ে ফিরে যান তিনি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৭৩ রান। ৪৩ বলে ১০ চার ও ১ ছক্কার মারে এই ইনিংস খেলেন লিটন। এরপর একই ওভারে রাহকিমের শিকার হয়ে ফিরে যান মুনিম শাহারিয়ার। ৭ চার ও ১ ছক্কার মারে ৫২ রান করেন এই ব্যাটার।
দ্রুত ২ উইকেট হারানোর পর দলের হাল ধরেন সাব্বির রহমান ও অধিনায়ক থিসারা পেরেরা। চতুর্থ উইকেট জুটিতে মাত্র ১৭ বলে ৪১ রান যোগ করেন এই দুই ব্যাটার। সাব্বির ১০ বলে ২৩ রানের এক দ্রুতগতির ইনিংস খেলেন, যেখানে ৩টি ছক্কার মার ছিল। আর থিসারা পেরেরা ৯ বলে ২ চার ও ১ ছক্কার মারে ১৮ রান করেন। সিলেটের হয়ে ৩টি উইকেট শিকার করেন রাহকিম কর্নওয়াল।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা ক্যাপিটালস: ১৯৩/৬ (২০ ওভার)
সিলেট স্ট্রাইকার্স: ১৯৫/৭ (১৮.৪ ওভার)
ফলাফল: সিলেট স্ট্রাইকার্স ৩ উইকেটে জয়ী
ক্রিফোস্পোর্টস/১০জানুয়ারি২৫/বিটি
![](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2023/04/Crifosports-logo-2.png.webp)