Connect with us
স্পোর্টস বক্স

এমন দুর্যোগ যেভাবে ছুঁয়ে গেল ক্রীড়াঙ্গণ

Bangladeshi Crickter Flood
বন্যার্তদের এমন দুর্দশা দেখে কষ্ট লুকোতে পারেননি জাতীয় দলের ক্রিকেটার ও ফুটবলাররা। ছবি- সংগৃহীত

‘সকলের তরে আমরা সকল, প্রত্যেকে আমরা পরের তরে’ কামিনী রায়ের বিখ্যাত এই কবিতার লাইন যেন বর্তমান বাংলাদেশের বাস্তব প্রতিচ্ছবি। জাত-বর্ণ-ধর্ম নির্বিশেষে দেশের সকল মানুষ দাঁড়াচ্ছে বন্যার্তদের পাশে। এমন বাংলাদেশ হয়তো আপনি কখনো দেখেননি৷

ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে পানির ঢলে বন্যার ভয়াল ছোবলে আক্রান্ত বাংলাদেশের ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর ও খাগড়াছড়ি জেলা। এতে লাখ লাখ মানুষ এখন পানিবন্ধী৷ বন্যায় তলিয়ে গেছে কয়েক হাজার একর ফসলি জমি, ঘর-বাড়ি ও গবাদি পশু৷ উদ্ধারকাজ চলমান থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে পানিবন্ধী মানুষের করুণ দৃশ্য ও বাঁচার আর্তনাদ ভেসে বেড়াচ্ছে। যা দেশের বিভিন্ন অঙ্গণের মানু্ষের পাশাপাশি ছুঁয়ে গেছে দেশের ক্রীড়াঙ্গণেও৷

বন্যার্তদের এমন দুর্দশা দেখে কষ্ট লুকোতে পারেননি বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও ফুটবলাররা৷ তামিম ইকবাল, শরিফুল ইসলাম, নূরুল হাসান সোহান, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, জামাল ভূঁইয়াসহ ক্রীড়াঙ্গণের একাধিক তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্যার্তদের প্রতি সহানুভূতি ও তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন৷ নিজস্ব উদ্যোগে বন্যার্তদের জন্য ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)৷

আরও পড়ুন :

» এমন ঐক্যবদ্ধ বাংলাদেশই দেখতে চান তামিম

» বন্যার্তদের পাশে থাকার বার্তা দিলেন পাকিস্তানি ক্রিকেটার

» পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

বন্যার্তদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে ক্রীড়াঙ্গণে সবার আগের নামটা তাওহীদ হৃদয়৷ ফেনিতে বন্যার ভয়াবহতার দিনে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে একটি পোস্টে দেশবাসীকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান করেন তিনি৷ তাওহীদ হৃদয় লিখেছেন, নিজেকে অসহায় মনে হয় যখন সরাসরি দেশের কোনো দুর্যোগে পাশে থাকতে পারি না। বন্ধুদের পাঠিয়েছি। ওরা মাঠ পর্যায়ে কাজ করবে। তবে আমার কষ্ট লাগছে, যতটুকুই করা হবে তা কি যথেষ্ট? তবু করতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু এখন না, পানি নেমে যাওয়ার পর পর্যন্ত বন্যার্তদের পাশে থাকতে হবে। নৌকা, ওষুধ, বিশুদ্ধ পানি, শুকনো খাবার যে যেভাবে পারেন তাদের নিকট পৌঁছে দিতে হবে।

towhid ridoy Flood

তাওহীদ হৃদয়। ছবি- সংগৃহীত

বন্যার্তদের পাশে সবাই একসঙ্গে দাঁড়ালে এই কঠিন সময় কাটিয়ে উঠা সম্ভব বলে বিশ্বাস করেন সৌম্য সরকার৷ ফেসবুক পোস্টে এই ওপেনার লিখেছেন, বন্যায় আমাদের দেশের মানুষ আজ অসহায়। প্রতিটি জীবন, ঘরবাড়ি ও স্বপ্ন জলের নিচে তলিয়ে যাচ্ছে। আসুন আমরা যার যার অবস্থান থেকে যতটুকু পারি সাহায্যের হাত বাড়িয়ে দিই, একসাথে তাদের পাশে দাঁড়াই। যদি আমরা একে অপরের পাশে থাকি তাহলে এই কঠিন সময়ও কাটিয়ে উঠব আমরা।

ক্রিকেটারদের পাশাপাশি বন্যার্তদের জন্য ফুটবলারদের হৃদয়ও কেঁদেছে৷ বাংলাদেশ ফুটবলের পোস্টার বয় জামাল ভূঁইয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্যার্তদের ছবি পোস্ট করে লিখেছেন,’আমার হৃদয় কাঁদছে ও রক্তক্ষরণ হচ্ছে৷ তাদের যা কিছু আছে সবকিছুই ভেসে যাচ্ছে৷ সরকারের কাছে অনুরোধ করবো ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি মোকাবেলায় সঠিক পদ্ধতি খুঁজে বের করা হয়৷’

তবে ক্রীড়াঙ্গণের ক্রিকেটার ও ফুটবলারদের বিশ্বাস, এদেশের মানুষ জন্ম থেকেই সংগ্রাম করতে জানে। তাই সবাই একযোগে কাজ করলে খুব শিগগিরই এমন ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে উঠবে দেশের মানুষ৷

অনন্য মুশফিক

পাকিস্তান-বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের ১০ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। সেই ম্যাচে ১৯১ রানের সুবাদে ম্যাচসেরার পুরস্কার ৩ লাখ রুপি ওঠে মুশফিকুর রহিমের হাতে। কিন্তু এই অর্থ বন্যার্তদের জন্য দিয়ে দেয়ার কথা বলে দৃষ্টান্ত স্থাপন করলেন ঐতিহাসিক টেস্ট জয়ের এই নায়ক।

ম্যাচসেরা হয়ে মুশফিক জানান, ‘ম্যাচসেরায় পাওয়া এই অর্থ আমি দেশের বন্যার্তদের জন্য দিতে চাই। দেশের মানুষের প্রতি অনুরোধ, আপনারাও বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান।’

ক্রিফোস্পোর্টস/২৫আগস্ট২৪/টিএইচ/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in স্পোর্টস বক্স