Connect with us
ক্রিকেট

টেস্ট ইতিহাসে নতুন রেকর্ড গড়ল শ্রীলঙ্কা

ইনিংস এবং ২৮০ রানের বিশাল ব্যবধানে জিতেছে শ্রীলঙ্কা (ছবি- ক্রিকইনফো)

দলীয় দুর্দান্ত পারফর্মেন্সে নিজেদের টেস্ট ক্রিকেট ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে শ্রীলঙ্কা। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে ইনিংস এবং ২৮০ রানের বিশাল ব্যবধানে জিতেছে স্বাগতিক শ্রীলঙ্কা।

রান বিবেচনায় নিজেদের টেস্ট ইতিহাসে এটিই শ্রীলঙ্কার সবচাইতে বড় ব্যবধানের জয়। এর আগে ২০০৪ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ও ২৫৪ রানে জিতেছিল লঙ্কানরা।

এদিকে শ্রীলঙ্কার গলে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে চার ব্যাটারের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৫৯১ রানে দ্বিতীয় দিন প্রথম ইনিংস ঘোষণা করেছিল স্বাগতিকরা। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১১৭ রান তুলে দ্বিতীয় দিন শেষ করে আইরিশরা। পরে তৃতীয় দিন সকালে প্রথম ইনিংসে ১৪৩ রানে গুটিয়ে যায় আইরিশরা। লঙ্কান বাঁ-হাতি স্পিনার প্রবাথ জয়সুরিয়ার ঘূর্ণিতে ৪৪৮ রান পিছিয়ে থেকে থামে আয়ারল্যান্ড।

শ্রীলঙ্কার জয়সুরিয়া ৫২ রানে ৭ উইকেট নিয়েছেন। ৬ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে পঞ্চমবারের মতো ইনিংসে পাঁচ বা তার চেয়ে বেশি উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন জয়সুরিয়া।

ফলো-অনে পড়ে দ্বিতীয় ইনিংসেও সুবিধা করতে পারেনি আইরিশরা। শ্রীলঙ্কার বোলারদের তোপে এই ইনিংসে ১৬৮ রানে গুটিয়ে যায় তারা। দুই ইনিংসে মোট ১০ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন জয়সুরিয়া।

এদিকে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামী ২৪ এপ্রিল একই ভেন্যুতে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে মাঠে নামবে শ্রীলঙ্কা।

নীরব বিতণ্ডা তুঙ্গে, এবার কোহলিকে পাল্টা জবাব দিলেন সৌরভ গাঙ্গুলী

ক্রিফোস্পোর্টস/১৮এপ্রিল২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট