Connect with us
ক্রিকেট

সুপার সিক্সে যেতে বাংলার বাঘিনীদের সামনে এবার শ্রীলংকা

ছবি- গুগল

প্রথমবারের মত আয়োজিত নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই চমক দেখিয়েছে বাংলাদেশের মেয়েরা। শনিবার থেকে শুরু হওয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ।

এদিকে অস্ট্রেলিয়ার পর এবার শ্রীলংকা বধের মিশনে মাঠে নামছে বাঘিনীরা। লংকানদের হারাতে পারলেই সুপার সিক্সে এক পা দিয়ে রাখবে খুদে টাইগ্রেসরা।

সোমবার (১৬ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার বেনোনিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে এক রকম উড়িয়েই শুরু করেছে বাংলাদেশ। বোলারদের নৈপুণ্যে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে ১৩০ রানে বেধে ফেলে বাংলাদেশ। বল হাতে সামনে থেকে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক দিশা বিশ্বাস। মাত্র ২৫ রান দিয়ে ২ উইকেট নেন তিনি, এছাড়া আরেক পেসার মারুফা আকতার ২৯ রান দিয়ে তুলে নেন ২ উইকেট।

১৩১ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। তবে দ্বিতীয় উইকেটে ৬০ বলে ৬৬ রানের জুটি গড়ে বাংলাদেশকে জয়ের পথে এগিয়ে নেন ওপেনার আফিয়া প্রত্যাশা ও তিন নম্বরে নামা দিলারা আক্তার।

ম্যাচে ১১তম ওভারে বিদায় নেন আফিয়া ও দিলারা। প্রত্যাশা ২২ বলে ২৪ ও দিলারা ৪২ বলে ৪০ রানের ইনিংস খেলেন। চতুর্থ উইকেটে দারুণ এক জুটি গড়ে বাংলাদেশকে অবিশ্বাস্য জয় উপহার দেন স্বর্না আকতার ও সুমাইয়া আকতার। তাদের ব্যাটিং নৈপুণ্যে ১৮ ওভারে ৩ উইকেটে ১৩২ রান করে বাংলাদেশ।

এবার শ্রীলংকাকে হারালে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সুপার সিক্সের কাছাকাছি পৌঁছে যাবে বাংলাদেশ। দলটি নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৭ উইকেটে হারিয়েছে। আগামী ১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ।

আরও পড়ুন : প্লেয়ার্স বায়োগ্রাফি: সাকিব আল হাসান

ক্রিফোস্পোর্টস/১৫জানুয়ারি২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট