Connect with us
ক্রিকেট

বিশ্বকাপের মাঝপথে শ্রীলঙ্কা দলে নতুন অধিনায়ক

কুশল মেন্ডিস
কুশল মেন্ডিস। ছবি- সংগৃহীত

ভারত বিশ্বকাপে অধিনায়কদের ওপর দিয়ে যেন একের পর এক ফাঁড়া যাচ্ছে। কেন উইলিয়ামসন ও সাকিব আল হাসানের পর এবার ইনজুরিতে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। উইলিয়ামসন ও সাকিবের অবশ্য দেরিতে হলেও বিশ্বকাপে ফেরার সুযোগ আছে, কিন্তু শানাকার এবারের বিশ্বকাপ এখানেই শেষ বলে জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

লঙ্কান অধিনায়কের আগে থেকেই হালকা ইনজুরি সমস্যা ছিল। গত মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমে মরার উপর খাঁড়ার ঘা হিসেবে আরও বড় চোট পান তিনি। ফলস্বরূপ, শানাকার জন্য ভারত বিশ্বকাপ যাত্রা এখানেই শেষ। গতকাল (শনিবার) শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এক ঘোষণার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে বিশ্বকাপে আর খেলতে না পারলেও দাসুন শানাকা শ্রীলঙ্কার বিশ্বকাপ যাত্রা শেষ হওয়ার আগ পর্যন্ত দলের সঙ্গে ভারতেই থাকবেন বলে জানিয়েছেন লঙ্কান টিম ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোদা। এদিকে শানাকার ইনজুরিতে কপাল খুলেছে পেস বোলিং অলরাউন্ডার চামিরা করুণারত্নের। শ্রীলঙ্কার হয়ে বাকি ম্যাচগুলোতে তিনি খেলবেন।

লঙ্কান বোর্ড জানিয়েছে, অধিনায়কের দায়িত্ব পালন করবেন ব্যাটিং এ দুর্দান্ত ফর্মে থাকা সহঅধিনায়ক কুশল মেন্ডিস। এর আগে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে তার। এখন পর্যন্ত বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ খেলে কুশল মেন্ডিস ১৯৮ রান করেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৬ ও পাকিস্তানের বিপক্ষে ১২২ রানের দুর্দান্ত দুটি ইনিংস খেলেছেন।

বিশ্বকাপের দল ঘোষণার আগে থেকেই শ্রীলঙ্কার ক্রিকেটাররা ছিল ইনজুরিতে জর্জরিত। এমনকি ইনজুরির জন্য লঙ্কানদের সেরা অস্ত্র ওয়ানিন্দু হাসারাঙ্গাকে দলে রাখতে পারেনি তারা। গত ম্যাচের আগেই হালকা চোট ছিল অধিনায়ক শানাকার। কিন্তু গত ম্যাচে আরো বড় চোট পেয়ে তার ভারত বিশ্বকাপ যাত্রাই শেষ হয়ে যায়।

আরও পড়ুন: লঙ্কান শিবিরে দুঃসংবাদ, এবার বাদ পড়লেন অধিনায়ক

ক্রিফোস্পোর্টস/১৫অক্টোবর২৩/এমএস/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট