Connect with us
ক্রিকেট

শ্রীলঙ্কার বিপক্ষে রানের পাহাড় গড়ল দক্ষিণ আফ্রিকা

Adien Markram
এইডেন মার্করামের ইতিহাস গড়া ইনিংস। ছবি- ক্রিকইনফো

২০২৩ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। সেটাই যেন তাদের কাল হয়ে দাঁড়াল। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪২৮ রান করেছে দক্ষিণ আফ্রিকা।

এইডেন মার্করামের ৫৪ বলে ১০৬, রাসি ফন ডার ডাসেনের ১১০ বলে ১০৮ ও ডি ককের ৮৪ বলের ১০০ রানে ভর করে রানের পাহাড় গড়ে প্রোটিয়ারা। এছাড়া শেষ দিকে মিলার ঝড়ে ৪২৮ রান করে দক্ষিণ আফ্রিকা। ২১ বলে ৩৯ রান করে অপরাজিত ছিলেন ডেভিড মিলার।

এদিকে ব্যাটিং শুরুতেই অবশ্য ক্যাপ্টেন টেম্বা বাভুমার উইকেট হারিয়ে ধাক্কা খায় প্রোটিয়ারা। এরপর ডি কক ও ফন ডার ডুসেনের ২০৪ রানের জুটি বড় রানের ভিত গড়ে দেয় তাদের।

নিজের শেষ বিশ্বকাপে ১০০ রান করে আউট হোন ডি কক। ফন ডার ডুসেন ১১০ বলে ১০৮ রান করেন। এরপর ক্লাসেন ২০ বলে ৩২ রানের ক্যামিও খেলে আউট হয়ে গেলেও বড় সংগ্রহের দিকেই ছুটে যায় দক্ষিণ আফ্রিকা।

সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ৪২৮/৫ (৫০)
টার্গেট: ৪২৯

আরও পড়ুন: কন্যা সন্তানের জন্ম দিলেন নেইমারের সেই প্রেমিকা

ক্রিফোস্পোর্টস/৭অক্টোবর২৩/এমএস/এসএ

 

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট