Connect with us
ক্রিকেট

সৌম্যের ইতিহাস গড়া ইনিংস তবু পারল না শান্তরা

Bangladesh vs Newzeland
নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ। ছবি- ক্রিকইনফো

সৌম্য সরকারের ইতিহাস গড়া ইনিংসের পরও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ রক্ষা করতে পারল না বাংলাদেশ। দেশটির মাটিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে টানা দুই ম্যাচ হেরে সিরিজ রক্ষা হলো না টাইগারদের। বুধবার ৭ উইকেটে ম্যাচটি জিতে নিয়েছে নিউজিল্যান্ড। বাংলাদেশের দেওয়া ২৯১ রানের লক্ষ্যে ৭ উইকেট ও ২২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় কিউইরা।

এদিন বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ ১৬৯ রান করেন সৌম্য। ১৭৬ রান করে সর্বোচ্চ রানের রেকর্ডটি দখলে রেখেছেন লিটন দাস।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২৯১/১০ (৪৯.৫)
নিউজিল্যান্ড: ২৯৬/৩ (৪৬.২)
ফলাফল: নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াইয়ে আজ গোটা ইনিংস জুড়েই নজর কেরেছেন সৌম্য সরকার। ব্যর্থতার বিত্ত ভেঙে নিজ মহিমায় ফিরলেন তিনি। দীর্ঘ পাঁচ বছর পর তুলে নিলেন নিজের তৃতীয় সেঞ্চুরি। নিজের ক্যারিয়ার সেরা ইনিংস খেলার পাশাপাশি গড়ে ফেললেন এক ইনিংসে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ১৬৯ রান।

নিউজিল্যান্ডের বিপক্ষে নেলসনে দ্বিতীয় ওয়ানডেতে সৌম্যের দুর্দান্ত এই ইনিংসের বদৌলতে স্বাগতিকদের ২৯২ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে টাইগাররা। ১৫১ বলে ১৬৯ রানের অসাধারণ এই ইনিংসে সৌম্য হাকিয়েছেন ২৪ টি বাউন্ডারি, যার মধ্যে রয়েছে দুটি ছক্কার মার। দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান করেন মুশফিকুর রহিম।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৪৪ রানের মাথায় তিন ব্যাটার সাজঘরে ফিরে যায় টাইগারদের। এনামুল বিজয়, নাজমুল শান্ত এবং লিটন দাস পৌঁছাতে পারেননি দুই অঙ্কের ঘরেই। সৌম্য সরকারের সাথে তৌহিদ হৃদয় চেষ্টা করছিলেন ইনিংস মেরামতের। তবে দুর্ভাগ্যবশত সৌম্য সরকারের হিট করা বল বোলারের শরীরে স্পর্শ করে অপর প্রান্তের উইকেট ভেঙে রান আউটের শিকার হন হৃদয়।

আশি রানে চার উইকেট হারানোর পর পরবর্তী পনেরো ওভার ছিল সৌম্য সরকার এবং মুশফিকুর রহিমের। তাদের হাত ধরে পুনরায় ম্যাচে ফেরে বাংলাদেশ। তবে ৯১ রানের জুটে ভাঙ্গে ব্যক্তিগত ৪৫ রানে মুশফিকুর রহিম আউট হলে। ব্যাক অব লেন্থের লাফিয়ে ওঠা বল ডিফেন্স করতে গিয়ে আউটসাইড এডজ হয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে ফেড়েন মুশফিক।

তবে আক্রমণ চালিয়ে যান উইকেটে টিকে থাকা ওপেনার ব্যাটসম্যান সৌম্য সরকার। ১১৭ বলে তুলে নেন নিজের তৃতীয় শতক। এর আগে তিনি সর্বশেষ সেঞ্চুরি পেয়েছিলেন ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। ২০১৯ সালের পর পান নিয়ে পঞ্চাশোর্ধ কোন রানের দেখা। দীর্ঘ আক্ষেপের পর এই ম্যাচেই উপমহাদেশের কোন ওপেনার ব্যাটার হিসেবে নিউজিল্যান্ডের মাটিতে সর্বোচ্চ রানের ইনিংস খেললেন সৌম্য।

নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে বাজেভাবে ব্যর্থ হওয়ার পর আবারও প্রশ্ন উঠেছিল সৌম্য সরকারকে দলে রাখা নিয়ে। প্রায়শই শোনা যায় কোচ হাতুরুসিংহের পছন্দের খেলোয়াড় হওয়ায় পারফরম্যান্স না করেও বারবার সুযোগ পেয়ে যান দলে। শোনা গিয়েছে এই সিরিজেও নির্বাচকদের চাওয়ার বিপরীতে গিয়ে সৌম্যকে দলে রেখেছেন কোচ।

তবে এতদিন সেরকম কিছু একটা করে দেখাতে না পারলেও এবার এক ম্যাচে পারফরম্যান্স দেখিয়ে কিছুটা স্বস্তি দিলেন হাতরুসিংহেকে। শেষ ওভারে আউট হওয়ার আগে তার পার্টনার বদলেছে আটবার। এর আগে প্রথমবার টাইগার একাদশে সুযোগ পেয়ে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম বল ছক্কা হাঁকিয়ে শুরু করেন রিশাদ হোসেন।

আরও পড়ুন: আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন মুর্শিদা-নাহিদা

ক্রিফোস্পোর্টস/২০ডিসেম্বর২৩/এসএস/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট