Connect with us
ক্রিকেট

পাকিস্তানকে আরো আগে হারানো উচিত ছিল: যুক্তরাষ্ট্র অধিনায়ক

মোনাক প্যাটেল। ছবি- ইএসপিএন

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেই যুক্তরাষ্ট্রের কাছে বড় অঘটনের শিকার হয়েছে পাকিস্তান। নির্ধারিত ওভারে দুই দলের রান সমান হলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের টানা দুই জয় তুলে নিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র।

গতকাল টেক্সাসে টস হেরে আগে ব্যাট করতে নেমে যুক্তরাষ্ট্রের বোলিংয়ের বিপক্ষে খুব একটা সুবিধা করে উঠতে পারছিল না পাকিস্তান। প্রথম পাওয়ার প্লেতে পাকিস্তান তিন উইকেট হারিয়ে মাত্র ৩০ রান তুলতে সক্ষম হয়েছিল স্কোরবোর্ডে। অবশ্য শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে ১৫৯ পর্যন্ত রান তুলতে পারে তারা।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই ১৬০ রানের লক্ষ্য যথেষ্ট হয়নি পাকিস্তানের। শেষ ওভারে ১৪ রান তুলে সুপার ওভার পর্যন্ত ম্যাচ নিয়ে যায় যুক্তরাষ্ট্র। সেখানে ১৮ রান তুলে পাকিস্তানকে চ্যালেঞ্জ জানায় আইসিসির এই সহযোগী দেশটি। তবে সেই চ্যালেঞ্জে সফল হতে না পেরে পরাজয় বরণ করে পাকিস্তান।

যুক্তরাষ্ট্রের জয়ে রান তাড়া করতে নেমে অর্ধশতক করেন মোনাক প্যাটেল। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি আউট হওয়ার পরেও ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল। আমার মতে, আমাদের ম্যাচটা শেষ করা উচিত ছিল এবং কোনোভাবেই সুপার ওভারে যাওয়া উচিত হয়নি। তবে আমরা যেভাবে স্নায়ুর চাপ সামলেছি, বিশেষ করে সুপার ওভারে ১৮ রান নেওয়া আমাদেরকে এগিয়ে দিয়েছে।’

‘টস জিতলে আগে বোলিংয়ের পরিকল্পনা ছিল। আমরা জানতাম শুরুর দিকে আধঘণ্টা পেস বোলাররা সহায়তা পেতে পারে। এরপর আমরা যেভাবে তাদের আটকে রেখেছি এবং পাওয়ার প্লেতে গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছি, তা আমাদের অনেক সাহায্য করেছি। আর হ্যাঁ এক দিকে ছোট বাউন্ডারির মাঠ ও এই উইকেটে ১৬০ রান দেখে সবসময়ই মনে হয়েছে যে আমাদের সবসময়ই সুযোগ আছে।’

পাকিস্তানের মতো বড় দলকে হারিয়ে মোনাক বলেন, ‘এটা একটা বড় প্রাপ্তি। প্রথমবার খেলতে নেমেই পাকিস্তানকে হারানো। আমরা আমাদের কন্ডিশন ভালোভাবে ব্যবহার করেছি। অবিশ্বাস্য এই জয়ে আমরা খুব খুশি। আমাদের পরিকল্পনা সফল। আমরা চেয়েছি বিশ্বকাপের সেরা দলগুলোর মধ্যে কাউকে হারাতে। আজ আমরা সেটা করতে পেরেছি।’

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারের দায় বোলারদের দিচ্ছেন বাবর

ক্রিফোস্পোর্টস/৭জুন২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট