Connect with us
ক্রিকেট

টেস্টে ভরাডুবির পর এবার দুঃসংবাদ পেলেন শান্ত-লিটন

লিটন দাস এবং নাজমুল শান্ত। ছবি- ইএসপিএন

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে দারুন লড়াই করলেও টেস্ট ফরমেটের সিরিজে লঙ্কানদের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। অনেকটা ব্যাটিং ব্যর্থতায় দুই ম্যাচের টেস্ট সিরিজ হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। যেখানে সমর্থকদের নিরাশ করেছেন বাংলাদেশের দুই টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত এবং লিটন কুমার দাস।

লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হারলেও ওয়ানডে সিরিজে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছিল। একদিনের ফরমেটের সিরিজ বাংলাদেশ জিতে নেয় ২-১ ব্যবধানে। তবে এরপর শুরু হয় টেস্টে বাংলাদেশের ভরাডুবি। প্রথম টেস্টে ৩২৮ রানে হারের পর দ্বিতীয় টেস্টে বাংলাদেশ হেরেছিল ১৯২ রানে।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের চার ইনিংস মিলিয়ে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেছেন সর্বমোট ৩৩ রান। অপরদিকে দুই ইনিংসে সেট হয়েও রান বড় করতে ব্যর্থ হওয়া লিটন কুমার দাস করেছেন চার ইনিংসে সর্বমোট ৬৭ রান। তাদের ব্যর্থতায় চাপে পড়েছিল দল। এবার নিজেরাও দুঃসংবাদ পেলেন আইসিসির কাছ থেকে।

টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে এই দুই টাইগার ক্রিকেটারের। আইসিসির সবশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে টেস্টে ব্যাটারদের তালিকায় ৫ ধাপ নেমে গিয়েছেন লিটন দাস। ৬২৫ রেটিং পয়েন্ট নিয়ে লিটন এখন আছেন ২৯ নম্বরে। আর শান্ত নেমেছেন ৮ ধাপ। ৪৮৫ রেটিং পয়েন্ট নিয়ে টাইগার অধিনায়ক আছেন ৬১তম স্থানে। 

তবে ব্যক্তিগত কিছু পারফরমেন্সে উন্নতি হয়েছে কিছু ক্রিকেটারের। যেখানে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ৭৫তম অবস্থানে আছেন জাকির হাসান। মিরাজ ১১ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৮৮ নম্বরে। চার ধাপ এগিয়ে ৪৬ নম্বরে উঠেছেন মুমিনুল হক। দ্বিতীয় টেস্টে অভিষিক্ত হাসান মাহমুদ ছয় উইকেট নিয়ে ৯৫ তম অবস্থানে এসেছেন বোলারদের তালিকায়।

আরও পড়ুন: বিরাট কোহলি জানালেন নিজের ভয়ের কারণ

ক্রিফোস্পোর্টস/১০এপ্রিল২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট