Connect with us
ক্রিকেট

বাংলাদেশকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে দেখছেন শান মাসুদ

Shan Masud
শান মাসুদ। ছবি- সংগৃহীত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ ২০২৩-২৫ এর অংশ হিসেবে পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে লাল বলে টাইগারদের অতীত রেকর্ড বিবেচনা করলে বেশ এগিয়ে থাকবে তারা। তাছাড়া সিরিজটি যেহেতু পাকিস্তানের মাটিতে, সেক্ষেত্রে বাড়তি সুবিধা পাবে বাবর-শাহিনরা। তবে সবকিছু পাকিস্তানের অনুকূলে থাকলেও সফরকারীদের ছোট করে দেখছেন না অধিনায়ক শান মাসুদ।

সবশেষ ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছিল বাংলাদেশ। ঘরের মাঠে সেই সিরিজে ২-০ তে হেরেছিল টাইগাররা। এর আগে ২০২০ সালে পাকিস্তানের মাটিতে একটি টেস্টে মুখোমুখি হয়েছিল দুই দল। সেবার ইনিংস ব্যবধানে হেরেছিল মুমিনুল হকের দল। সবমিলিয়ে পাকিস্তানের বিপক্ষে ১২ টেস্ট খেলেও এখনো জয়ে মুখ দেখেনি বাংলাদেশ। ১১ টি টেস্টেই জয় পেয়েছে পাকিস্তান, আর ১টি টেস্ট ড্র হয়েছে।

অতীতের রেকর্ড বিবেচনা করলে ক্রিকেটের এই আভিজাত্য ফরম্যাটে দল হিসেবে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে পাকিস্তান। তাই এবারের টেস্ট সিরিজেও বাংলাদেশের জয়ের সম্ভাবনা খুবই কম। তবে অতীতের রেকর্ড পাকিস্তানের পক্ষে কথা বললেও বাংলাদেশকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবেই দেখছেন অধিনায়ক শান মাসুদ। তিনি অতীত নয়, বর্তমানটা দিয়েই সফরকারীদের শক্তিশালী দল হিসেবে বিবেচনা করছেন।

আরও পড়ুন:

» দেড় মাসের বিরতি শেষে অনুশীলনে ফিরলেন মাহমুদুল্লাহ

» ২০২৫-এ ৪৪ ছুঁই ছুঁই ধোনিকে খেলাতে চেন্নাইয়ের কী পরিকল্পনা? 

প্রথম টেস্টের আগে আজ মঙ্গলবার (২০ আগস্ট) সংবাদ সম্মেলনে এসেছিলেন মাসুদ। এসময় বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে কেমন তা জানিয়ে এই ব্যাটার বলেন, ‘আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত কোনো দলই ছোট নয়। সবগুলো দলই শক্তিশালী। যেকোনো দলই কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে সক্ষম। আমরা নজর দিচ্ছি কীভাবে আমাদের শক্তিমত্তা আরো বাড়ানো যায়। বাংলাদেশের শক্তিমত্তা বিবেচনা করে কীভাবে খেললে ভালো হবে সেটা নিয়েই ভাবছি।’

পূর্বে প্রথম টেস্ট রাওয়ালপিন্ডিতে এবং দ্বিতীয় টেস্ট লাহোরে হওয়ার কথা থাকলেও দুটো ম্যাচই রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে। আর এখানকার উইকেটে পেসারদের পাশাপাশি ব্যাটাররাও সুবিধা পাবেন বলে মনে করেন পাকিস্তান কাপ্তান। সেক্ষেত্রে দুটো ম্যাচেই পেসারদের চাহিদা থাকবে। মাসুদ বলেন, ‘রাওয়ালপিন্ডির কন্ডিশন পেসার ও ব্যাটারদের অনুকূলে থাকে। এখানে স্পিনাররা খুব একটা সুবিধা করতে পারে না। ঘরোয়া ক্রিকেটে এমনটাই দেখেছি। আর সেই অভিজ্ঞতাই এই সিরিজে কাজে লাগাতে চাই। পেস ইউনিট আমাদের শক্তির জায়গা । দলে ৬ জন মানসম্পন্ন পেসার রয়েছে। নিজেদের বাজিয়ে নেওয়ার জন্য এটা দারুণ সুযোগ।’

আগামীকাল (২১ আগস্ট) মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি।

ক্রিফোস্পোর্টস/২০আগস্ট২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট