Connect with us
ক্রিকেট

২০ বলে ফিফটি হাকালেন শামীম, ১৪৯ রানে থামল রংপুর

Rangpur Riders vs Fortune Barisal 1st Innings
২০ বলে ফিফটি করেছেন শামীম পাটোয়ারী। ছবি- সংগৃহীত

বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে আজ ফরচুন বরিশালের মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স।  শুরু থেকেই উইকেট হারিয়ে বিপদে পড়লেও শেষদিকে শামীম পাটোয়ারীর ঝোড়ো ব্যাটিংয়ে বরিশালকে ১৫০ রানের লক্ষ্য দিয়েছে সাকিব-সোহানদের দলটি।

মিরপুরে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে রংপুর। বরিশালের বোলিং ঝড়ে রীতিমতো দাড়াতেই পারছিলো না রংপুরের ব্যাটাররা। মোহাম্মদ সাইফউদ্দিন ও কাইল মায়ার্সের আঘাতে ১৮ রানেই টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারায় নুরুল হাসান সোহানের দল।

এরপর নিকোলাস পুরানকে সঙ্গে নিয়ে বিপদ সামাল দেয়ার চেষ্টা করেন জেমি নিশাম। রংপুরের দলীয় ৪৮ রানের মাথায় পর পর দুই বলে পুরান ও নিশামের উইকেট তুলে নেয় বরিশাল। ১৫ তম ওভারে জোড়া আঘাত হানেন জেমস ফুলার। এর ফলে ৭৭ রানেই ৭ উইকেট হারিয়ে বসে শীর্ষে থেকে প্লে-অফ নিশ্চিত করা দলটি।

দলের যখন ১০০ পেরোনোই অনিশ্চিত তখন দলকে আশা দেখান শামীম। ৮ম উইকেটে আবু হায়দার রনির সাথে ৩৩ বলে ৭২ রানের জুটি গড়েন শামীম। তাদের এই বিধ্বংসী জুটিতে ১৪৯ রানে লড়াকু পুজি পায় রংপুর।

মাত্র ২০ বলে ফিফটি তুলে নেয়া শামীম শেষ পর্যন্ত ২৪ বলে ৫৯ রান করে অপরাজিত ছিলেন। ৫৯ রানের এই বিধ্বংসী ইনিংসটি তিনি সাজিয়েছেন ৫ চার ও ৫ ছয়ের মারে। পাশাপাশি চলতি বিপিএলে যৌথভাবে দ্রুততম ফিফটির তালিকায় শীর্ষে শামিম। এর আগে ২০ বলে ফিফটি হাকিয়েছেন তারই আরেক সতীর্থ সাকিব আল হাসান।

বরিশালের হয়ে ফুলার ৩টি, সাইফউদ্দিন ২টি এবং মিরাজ ও মায়ার্স ১টি করে উইকেট শিকার করেছেন।

আরও পড়ুন: বিপিএলের মাঝেই নতুন ঠিকানা চূড়ান্ত করলেন সাকিব 

ক্রিফোস্পোর্টস/২৮ফেব্রুয়ারি২৪/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট