Connect with us
ক্রিকেট

সাকিব-তামিম হাত মেলালেও কোন কথা বলেননি

Tamim-Shakib
আজ মিরপুরে সবার নজর ছিল এই দু’জনের উপর। ছবি- সংগৃহীত

সাকিব-তামিমের মধ্যকার শীতল সম্পর্কের বিষয়ে জানে না এমন ক্রিকেট ভক্ত দেশেই খুব কমই আছে। আজ (শনিবার) দিনের প্রথম হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দুই তারকার দল। যেখানে সাকিবের রংপুর রাইডার্সকে হেসে খেলে হারিয়েছে তামিমের বরিশাল। ৫ উইকেটের সহজ জয় তুলে নেয় তামিমের দল। তবে অনেক দিন পর মাঠের লড়াইয়ে নামলেও সাকিব-তামিম কেউই কথা বলেননি। 

ম্যাচ শেষে তামিম নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘ চার মাস পর বাইশ গজে ব্যাট হাতে নেমে বেশ ভালো ব্যাট করেছে সাবেক টাইগার কাপ্তান। নবীর বলে স্টাম্পিং হওয়ার আগে করেন ২৪ বলে ৩৫ রানের ঝকঝকে ইনিংস। ১১৮ দিন পর মাঠে নামা তামিম যেন মনে করিয়ে দিলেন ‘তিনি ফুরিয়ে যাননি’।

তামিমকে সাকিবের সাথে কথা হয়েছে কি না প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমার মতে এটা একটি অপ্রয়োজনীয় প্রশ্ন। আপনারা সব জানার পরও একটি বিষয় নিয়েই বারবার কেন প্রশ্ন করেন? কিছু জানতে চাইলে ওকে জিজ্ঞেস করুন।’

এদিকে সাকিব ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে বেশ উজ্জ্বল ছিলেন। ৪ ওভারে ১৬ রান খরচায় দুই উইকেট নেন এই অলরাউন্ডার। ইব্রাহিম জাদরান ও মুশফিকুর রহিমের মত গুরুত্বপূর্ণ দুই উইকেট তুলে নিলেও অবশ্য দলের হার এড়াতে পারেন বাংলাদেশ অধিনায়ক। রংপুরের দেয়া ১৩৫ রানের লক্ষ্য ৫ বল ও ৫ উইকেট হাতে রেখে সহজেই টপকে যায় তামিমের বরিশাল।

আজ মিরপুরে এই দুই জনের দ্বৈরথে সবার নজর ছিল এই দু’জনের উপর। বরিশালের ব্যাটিং ইনিংসের চতুর্থ ওভারে দু’জন মুখোমুখি হলেও উল্লেখযোগ্য কিছু ঘটেনি।

আরও পড়ুন: তামিমের বরিশালের কাছে পাত্তাই পেল না সাকিবের রংপুর 

ক্রিফোস্পোর্টস/২০জানুয়ারি২৪/এমএস/এমটি 

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট