Connect with us
ক্রিকেট

এবারের বিপিএলে সবচেয়ে কম বলে ফিফটি হাঁকালেন সাকিব

Shakib Al Hasan
মাত্র ২০ বল খেলে ফিফটি তুলে নিয়েছেন সাকিব। ছবি- সংগৃহীত

চলমান বিপিএলের শুরুর দিকে ব্যাট হাতে অনেকটাই সংগ্রাম করেছেন সাকিব আল হাসান। প্রথম তিন ইনিংসে ব্যাট করে কেবল ৪ রান করেছেন সাকিব। তবে শেষ তিন ম্যাচে টানা পারফরম্যান্স করে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন এই অলরাউন্ডার। এমনকি আজ খুলনা টাইগার্সের বিপক্ষে ২০ বলে অর্ধশতক হাকিয়েছেন, যা এবারের আসরের দ্রুততম অর্ধশতক। 

আজ (মঙ্গলবার) দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স। টস জিতে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২১৯ রান সংগ্রহ করেছে রংপুর। এ ম্যাচে ৬ চার ও ৬ ছয়ের মারে ৩১ বলে ৬৯ রান করেছেন সাকিব।

এদিন রংপুরের হয়ে ২০ বলে অর্ধশতক তুলে নেন সাকিব। এবারের আসরে এখন পর্যন্ত এটাই সবচেয়ে দ্রুততম অর্ধশতক। এর আগে ২১ বলে অর্ধশতক তুলে নিয়েছিলেন খুলনা টাইগার্সের এভিন লুইস।

এছাড়া দ্রুততম অর্ধশতক তোলার তালিকায় তিন ও চারে রয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মঈন আলি ও ফরচুন বরিশালের মাহমুদউল্লাহ রিয়াদ। সমান ২৩ বল খেলে অর্ধশতক তুলে নিয়েছেন এই দুই ক্রিকেটার। এছাড়া ২৪ বলে অর্ধশতক তুলে নিয়ে তালিকায় পাঁচে রয়েছেন খুলনা টাইগার্সের ইংলিশ তারকা অ্যালেক্স হেলস।

আরও পড়ুন: শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা, টি-টোয়েন্টিতে ফিরেছেন মাহমুদউল্লাহ 

ক্রিফোস্পোর্টস/১৩ফেব্রুয়ারি২৪/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট