Connect with us
ক্রিকেট

দেশে ফিরেই সিলেটে ছুটলেন সাকিব

Shakib rushed to Sylhet after returning home
রংপুর রাইডার্সের মালিকপক্ষের সঙ্গে সিলেটের পথে সাকিব। ছবি- সংগৃহীত

চোখের সমস্যায় বিপিএলে এক ম্যাচ খেলে আসরের মাঝপথেই সিঙ্গাপুর গিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। চিকিৎসা শেষ করে গতকাল (২৪ জানুয়ারি) রাতেই দেশে ফিরেছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। আজ সিলেটে রংপুর রাইডার্স শিবিরে যোগদান করবেন তিনি। 

আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় দলের সাথে যোগ দিতে সিলেটের উদ্দ্যে উড়াল দেবেন সাকিব। জানা গেছে, আগামীকাল (শুক্রবার) খুলনার বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও রংপুরের হয়ে মাঠে নামবেন বিশ্বসেরা অলরাউন্ডার। তবে এই ম্যাচের আগে খুব একটা অনুশীলনের সুযোগ মিলছে না রংপুর তারকার।

গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতির মাধ্যমে জানিয়েছিল, সাকিবের চোখে সিএসআর রোগের সংক্রমণ ধরা পড়েছে। এজন্য দেশে ফিরে তাকে পর্যবেক্ষণের মধ্যে থাকতে হবে।

বিবৃতিতে বিসিবি জানায়, ‘সাকিব আল হাসান তার বাম চোখের সূক্ষ্ম সমস্যা নিয়ে ভুগছেন। বাংলাদেশ ও বিদেশে একাধিক পরীক্ষা-নিরীক্ষার পর এবং চক্ষু বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে তার চোখে এক্সট্রাফোভাল সেন্ট্রাল সেরাস কোরিওরেটিনোপ্যাথির (সিএসআর) সংক্রমণ পাওয়া গেছে। তার সমস্যা আপাতত পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

‘এটি এমন এক অবস্থা যা চোখের রেটিনার উপর প্রভাব ফলে। এর ফলে চোখের দৃষ্টি শক্তিতে ব্যাঘাত ঘটে। সাকিবের বিষয়টি আমাদের মেডিকেল দল গভীরভাবে পর্যবেক্ষণে রাখবে এবং এই ব্যাপারে কার্যকরী ব্যবস্থা নেবে। এর মাধ্যমে তার সমস্যা সমাধান করতে চিকিৎসকরা আশাবাদী’ – বিবৃতিতে এটুকুও যোগ করা হয়।

তবে সাকিবের চোখের অবস্থা এখন আগের চেয়ে বেশ ভালো হওয়ায় ক্রিকেট বোর্ড থেকে খেলার অনুমতি পাচ্ছেন তিনি। আগামীকাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুপুর ২ টায় খুলনা টাইগার্সের মুখোমুখি হবে সাকিবের রংপুর রাইডার্স।

আরও পড়ুন: বরিশালের হয়ে বিপিএল মাতাতে আসছেন দুই পাকিস্তানি ক্রিকেটার 

ক্রিফোস্পোর্টস/২৫জানুয়ারি২৪/এমএস/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট