Connect with us
ক্রিকেট

২০২৬ বিশ্বকাপের সাতটি ভেন্যু চূড়ান্ত, ফাইনাল হবে লর্ডসে

সাত শহরের সাত ভেন্যুতে হবে বিশ্বকাপের ম্যাচগুলো। ছবি- আইসিসি

আগামী বছর মাঠে গড়াবে ২০২৬ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম সংস্করণ বসবে ইংল্যান্ড ও ওয়েলসে। এটা আগে ঘোষণা হলেও বাকি ছিল নির্দিষ্ট ভেন্যু। আজ সাতটি ভেন্যুকে চূড়ান্ত করে তালিকা প্রকাশ করেছে আইসিসি।

১২ জুন শুরু হওয়া এই আসরের ফাইনাল হবে ৫ জুলাই। প্রায় চার সপ্তাহ ধরে চলমান এই টুর্নামেন্টের ফাইনাল হবে ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসের মাঠে। এছাড়া আরও ছয়টি মাঠে গড়াবে এই টুর্নামেন্ট।

বাকি মাঠগুলো হলো- এজবাস্টন, হ্যাম্পশায়ার বোল, হেডিংলি, ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট গ্রাউন্ড, দ্য ওভাল এবং ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ড। আইসিসি ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালের আগ পর্যন্ত ৩৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সূচি এখনো প্রকাশ করেনি আইসিসি। তবে সম্পূর্ণ টুর্নামেন্টের সূচী যথাসময়ে প্রকাশ করা হবে।


আরও পড়ুন:  

»আইসিসি থেকে সুখবর উড়ে এলো মিরাজ-জাকের ও মুমিনুলের কাছে

»সূর্য্যশকে নিয়ে কারেনের রসিকতা, এক ওভারে ২৬ রান! (ভিডিও)


 

২০২৪ সালের নবম আসরের স্বাগতিক ছিল বাংলাদেশ। কিন্তু দেশে অস্থিতিশীল পরিবেশ থাকায় সেটা সরে যায় সংযুক্ত আরব আমিরাতে। আগামী বছরের ২০২৬ আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বাগতিক ক্রিকেটের চারণভূমি ইংল্যান্ড। এবারের আসরে প্রথমবারের মতো ১২টি দল অংশ নিবে।

New Zealand women's team

২০২৪ বিশ্বকাপে শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড নারী দল। ছবি- আইসিসি

দুটি গ্রুপে ছটি করে দল ভাগ হয়ে খেলবে গ্রুপপর্বে। রাউন্ড রবিন পদ্ধতিতে সবাই সবার বিরুদ্ধে একটি করে মোট ১৫টি ম্যাচ খেলবে। সেখান থেকে শীর্ষ দুই দল খেলবে নকআউটপর্বে।

১২ দলের এই আসরে এখন পর্যন্ত জায়গা পেয়েছে ৮টি দল। স্বাগতিক হিসেবে খেলবে ইংল্যান্ড। ফিফা র‌্যাংকিং থেকে পাকিস্তান ও শ্রীলঙ্কা জায়গা পেয়েছে। আর ২০২৪ বিশ্বকাপে সেরা ছয়ের তালিকা থেকে টিকিট পেয়েছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা নারী দল।

ক্রিফোস্পোর্টস/০১মে২৫/এজে/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট