Connect with us
ফুটবল

শনির দশা লেগেই আছে ব্রাজিল ফুটবলে, ফের ফিফার চিঠি

সিবিএফ হেডকোয়ার্টার। ছবি- সংগৃহীত

সময়টা মোটেই ভাল যাচ্ছেনা ব্রাজিল ফুটবলের। গত বিশ্বকাপে ষষ্ঠবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলতে এসে কোয়ার্টার ফাইনাল থেকেই বাদ পড়ে যায় নেইমাররা।

অপর দিকে আগামী বিশ্বকাপের বাছাই পর্বেও খুব একটা ভালো অবস্থানে নেই তারা। এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে পয়েন্ট মাত্র সাত। এতে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান ষষ্ঠ। এমনকি গত চার ম্যাচে জয়ের দেখা পায়নি সেলেসাওরা। হেরেছে তিন ম্যাচে। এর মাঝে আরো এক দুঃসংবাদ পেলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ফিফা ও দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) ব্রাজিল জাতীয় দল ও তাদের ক্লাবগুলোকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দিয়েছে। ফুটবল ফেডারশনে রাষ্ট্রীয় হস্তক্ষেপের কারণেই এমন পরিস্থিতি সম্মুখীন হতে হয়েছে তাদের।

চলতি মাসে ৭ তারিখ অনিয়মের অভিযোগ এনে একমাসে ভেতরে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রেসিডেন্ট এদনালদোসহ পুরো বোর্ডকে পদ ছাড়ার নির্দেশ দেন আদালত। এই রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে গিয়েও কোনো লাভ হয়নি। রায়ের পর ফিফা ও কনমেবল এই বিষয়ে সিবিএফের কাছে ব্যাখ্যা চায়। তবে সিবিএফ কোনো উত্তর দেয়নি। ফলে নতুন করে চিঠি পাঠাল ফিফা ও কনমেবল।

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো ফিফা ও কনমেবলের দেওয়া সেই চিঠির কিছু অংশ প্রকাশ করেছে। ফিফা চিফ মেম্বার্স অ্যাসোসিয়েশন অফিসার কেনি জঁ-মেরি ও কনমেবলের সহকারি সাধারণ সচিব মোনসেরাত হিমনেজ গার্সিয়ার স্বাক্ষর করা এই চিঠিতে লেখা, ‘ফিফা ও কনমবেল  জানাচ্ছে, কমিশন পাঠানোর আগ পর্যন্ত সিবিএফ এবং সেখানে নির্বাচন বিষয়ক কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এই নির্দেশ অমান্য করলে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের বিবেচনায় দেওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না। তাতে আসতে পারে নিষেধাজ্ঞাও। ফিফার দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের দ্বারা সিবিএফ যদি নিষিদ্ধ হয় তবে তাৎক্ষণিকভাবে ফিফার সদস্যপদের সব রকম অধিকার হারাতে হবে।’

আরও পড়ুন: আইপিএল-২০২৪ : সর্বোচ্চ দাম পাওয়া সেরা দশ ক্রিকেটার

ক্রিফোস্পোর্টস/২৬ ডিসেম্বর ২৩/এমএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল