Connect with us
ফুটবল

বাফুফের বিরুদ্ধে যে অভিযোগ আনলেন সাবেক অধিনায়ক

বাফুফে। ছবি- সংগৃহীত

ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ব্যাপক রদবদল আসতে শুরু করেছে দেশের বিভিন্ন ক্ষেত্রে। আর এতে করে একে একে বেড়িয়ে আসছে বিভিন্ন সংগঠনের অসংখ্য অনিয়ম ও অন্যায়ের খবর। এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বিরুদ্ধে মেয়েদের বন্দিশলায় আটকে রাখার অভিযোগ উঠেছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বিরুদ্ধে ভয়ংকর এই অভিযোগ এনেছেন নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক ডালিয়া আক্তার। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও নারী কমিটির প্রধান মাহফুজা আক্তার কিরণের পদত্যাগের দাবিতে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে এমন অভিযোগ করেন ডালিয়া। যেখানে তিনি নারী ফুটবলারদের এক বন্দিশালায় আটকে রাখার কথা জানান।

আজ শনিবার (১৭ আগস্ট) সকালে বাফুফে ভবনের সামনে এক বিক্ষোভ সমাবেশে এই সাবেক নারী ফুটবল অধিনায়ক বলেন, ‘বাফুফে ভবনের চারতলায় মেয়েদের রাখা হয়েছে, এটা যেন এক বন্দিশালা। মেয়েরা কী খাচ্ছে, কেমন থাকছে, কাউকে জানতে দেওয়া দেওয়া হয় না। মেয়েদের কথা বলতে দেওয়া হয় না। হয়তো একদিন ওই মেয়েরা এই ভবন থেকে বেরিয়ে সত্যটা প্রকাশ করবে।’

এদিন সমবেশে ডালিয়া আরও বলেন, ‘বাফুফের ক্যাম্পে থাকা এরা ছোট ছোট মেয়ে। অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে ভয় পায়। একদিন এক মেয়ে বলেছিল, বারবার কেন পাঙাশ মাছ খাওয়ানো হয়? এটা বলার কারণে ওকে শাস্তি দেওয়া হয়। দুঃখের বিষয়, বাংলাদেশ নারী ফুটবলের ভুল ইতিহাস দেওয়া হচ্ছে। কিন্তু সত্য ঢেকে রাখা যায় না। একদিন তা বেরিয়ে আসে।’

বাফুফের দুই শীর্ষ কর্মকর্তা সালাউদ্দিন-কিরণকে উদ্দেশ্য করে ডালিয়া বলেন, ‘তারা বাফুফেতে একনায়কতন্ত্র কায়েম করে রেখেছে। দীর্ঘ দিন নিজেদের পদ আঁকড়ে ধরে আছে। অবিলম্বে তাদের বিদায় নিতে হবে। এবার সময় এসেছে, যোগ্যদের সুযোগ করে দেয়ার। মেয়েদের সব দলের সঙ্গে একজন ব্যক্তিকেই (আমিরুল ইসলাম বাবু) বারবার ম্যানেজার করা হয় কেন?’

প্রসঙ্গত, গেল ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে পরিবর্তন আসতে শুরু করেছে দেশের প্রায় সকল ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবস্থান দখলে রাখা পদ গুলোতে। সেই ধারাবাহিকতায় সালাউদ্দিন ও কিরণের পদত্যাগের দাবি উঠলে সরাসরি পদত্যাগ করতে স্বীকৃতি জানিয়ে পরবর্তী নির্বাচনেও অংশ নেওয়ার কথা জানান সালাউদ্দিন।

আরও পড়ুন: পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়া নিয়ে সুর নরম করল ভারত

ক্রিফোস্পোর্টস/১৭আগস্ট২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল