Connect with us
ফুটবল

জীবনের নতুন অধ্যায় শুরু করলেন সাদিও মানে

Sadio Mane started a new chapter in his life
বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন মানে। ছবি- সংগৃহীত

বায়ার্ন মিউনিখের অধ্যায় শেষ করে পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসরে বেশ ভালোই সময় কাটাচ্ছেন তারকা ফুটবলার সাদিও মানে। ক্লাব নাসরও এ দু’জনের সংঘবদ্ধ বোঝাপড়ায় বেশ ভালোই এগিয়ে যাচ্ছে। মানেও গোল-এসিস্ট করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। তবে এর মাঝেই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এই সেনেগাল তারকা।

ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট স্পোর্টসবিফের খবর অনুযায়ী, সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন লিভারপুল, বায়ার্ন মিউনিখের মত ক্লাবে খেলা এই ফুটবলার। লম্বা সময় প্রেম করার পর প্রেমিকা আয়শা টাম্বাকেই বিয়ে করলেন মানে। তাদের বিয়েতে দুই পারিবারের স্বজন এবং বন্ধু-বান্ধবরাও উপস্থিত ছিলেন।

জানা গেছে, মানের মতো তার স্ত্রী আয়েশার জন্মস্থানও সেনেগালের কাসামানসা এলাকায়। আল নাসর তারকার মত তার স্ত্রী আয়েশাও মাডিনগে ভাষায় কথা বলেন। কিশোর বয়স থেকে চলা প্রেম অবশেষে প্রণয়ের মুখ দেখলো। এত বছর যাবত প্রেম করলেও মানে তার ব্যক্তিগত জীবন গণমাধ্যম থেকে আড়ালে রাখতেই পছন্দ করতেন।

কিছু দিন আগেই সম্পূর্ণ নিজের অর্থায়নে নিজের এলাকা বাম্বলিতে স্টেডিয়াম নির্মাণ করেছিলেন সাদিও মানে। এর মাধ্যমে বিশ্বব্যাপী বেশ প্রশংসা কুড়ান তিনি। এছাড়াও আফ্রিকার বিভিন্ন এলাকায় অসহায়-দুস্থদের বিভিন্ন সময়েই সাহায্য-সহযোগিতার জন্য বেশ সুনাম রয়েছে এই সেনেগালিজ তারকার। এর আগেও নিজ এলাকায় হাসপাতাল নির্মাণ করেছিলেন মানে।

আরও পড়ুন: ২০২৪ সালে বিশ্ব ফুটবলে যত খেলা, পূর্ণাঙ্গ সময়সূচি 

ক্রিফোস্পোর্টস/০৯জানুয়ারি২৪/এমএস/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল