Connect with us
ফুটবল

টানা তিন ম্যাচে রোনালদোর গোল, তবুও প্রো-লিগে পয়েন্ট হারাল নাসর

নাসরের জার্সিতে রোনালদো। ছবি- সংগৃহীত

ক্লাব ফুটবলের চলতি মৌসুম দারুণভাবে শুরু করেছিল ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসর। সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল তাউনকে হারিয়ে মৌসুমের শুরুতেই শিরোপা জয়ের হাতছানি দিয়েছিল নাছরের। তবে সুপার কাপের ফাইনালে আল হিঈলাল কাছে পরাজিত হয়ে ভাঙে শিরোপা জয়ের স্বপ্ন। এবার সৌদি প্রো লিগের প্রথম ম্যাচেও হোঁচট খেলো নাসর।

গতকাল বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে আল আউয়াল স্টেডিয়ামে সৌদি প্রো লিগে নিজেদের প্রথম ম্যাচে আল রাইদের বিপক্ষে মাঠে নেমেছিল রোনালদোর দল। চলতি মৌসুমে সুপার কাপের দুই ম্যাচসহ প্রো লিগের আজকের ম্যাচেও গোলের দেখা পেয়েছেন পর্তুগিজ তারকা রোনালদো। অফসাইটে কাটা না পড়লে দিনের দ্বিতীয় গোল পেতে পারতেন তিনি। শেষ পর্যন্ত রাইদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আল নাসর।

প্রো লিগের প্রথম ম্যাচে আজ নিজেদের আধিপত্য ধরে রেখেই খেলেছে রোনালদোর দল। তার পা থেকেই এসেছে ম্যাচে ডেডলক ভাঙা গোল। যা সৌদি প্রো লিগে রোনালদোর খেলা ৪৮ ম্যাচে ৫০তম গোল। এদিন ম্যাচের ৩৪ মিনিটে দলকে এগিয়ে নেন রোনালদো। ডি বক্সের বাঁ পাশ থেকে সাদিও মানের ক্রস বক্সের মধ্যে পেয়ে যান তিনি। ডিফেন্ডারদের পেছনে ফেলে লম্বা উচ্চতায় লাফিয়ে হেডে গোল করেন রোনালদো।

ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফেরে আল রাইদ। ডি বক্সের ভেতর প্রতিপক্ষ ফুটবলারকে টেনে ধরলে পেনাল্টি পেয়ে যায় তারা। স্পট কিক থেকে কোন ভুল না করে জালে বল জড়িয়েছেন মোহাম্মদ ফৌজাইর। তবে ফের আল নাসরকে এগিয়ে নেয়ার চেষ্টা চালান রোনালদো। ম্যাচের ৭৬তম মিনিটে পেয়ে যান গোল। তবে নিখুঁত ভাবে ভিএআর চেক করে সেটিকে অফসাইডে বাতিল করেন ম্যাচ রেফারি।

রোনালদোর অফসাইড গোল।

সামান্যের জন্য গোলটি অফসাইডে বাতিল হওয়ায় বাকরুদ্ধ হয়ে পড়েন রোনালদো। এরপর ম্যাচে জয় পেতে একাধিকবার গোলের চেষ্টা চালায় আল নাসর। তবে শেষ পর্যন্ত ম্যাচে কোন দল আর গোল না পেলে ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে রোনালদো বাহিনী। আগামী মঙ্গলবার (২৭ আগস্ট) রাত ১২টায় সৌদি প্রো লিগের দ্বিতীয় ম্যাচে আল ফেইহার বিপক্ষে মাঠে নামবে আল নাসর। 

আরও পড়ুন: এবার বাংলাদেশ সফর স্থগিত করল নিউজিল্যান্ড

ক্রিফোস্পোর্টস/২৩আগস্ট২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল