Connect with us
ফুটবল

বিশ্রাম শেষে দলে ফিরল রোনালদো, হারল পর্তুগাল

Portugal vs Slovenia match
পর্তুগাল বনাম স্লোভেনিয়া ম্যাচের চিত্র। ছবি- সংগৃহীত

গেল কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে হারের পর এতোদিন আর পরাজয়ের স্বাদ পায়নি পর্তুগাল। প্রায় ১৬ মাস অপরাজেয় থাকা দলটি শেষ পর্যন্ত হারলো তাদের সব থেকে বড় তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্রাম কাটিয়ে দলে ফেরার ম্যাচেই।

গেল রাতে স্লোভেনিয়ার ঘরের মাঠে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নেমেছিল পর্তুগাল। লম্বা সময় বিশ্রাম কাটিয়ে এই ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সিতে মাঠে নামেন রোনালদো। বল দখলে স্বাগতিকদের তুলনায় বেশ এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ২-০ গোলে স্লোভেনিয়ার কাছে হেরে বসে পর্তুগিজরা।

প্রথম আর্ধের শুরু থেকেই বল দখলে এগিয়েছিল পর্তুগাল। তবে একাধিকবার আক্রমণে উঠেও তেমন সুযোগ করে নিতে পারেনি সফরকারীরা। অনেকটা ঝিমিয়ে থাকা ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোল শূন্য ব্যবধানে। বিরতি থেকে ফিরে গোল পেতে মরিয়া হয়ে ওঠে উভয় দল।

এদিকে ম্যাচের ৭২ মিনিটে প্রথম গোল থেকে এগিয়ে যায় স্লোভেনিয়া। নিজেদের অর্ধ থেকে বল দখলে রেখে ওয়ান টু ওয়ান পাসে আক্রমণে ওঠে স্বাগতিকরা। বক্সের মধ্যে সতীর্থের দুর্দান্ত বাড়ানো বল পেয়ে গোল করেন সেরিন। পিছিয়ে পড়ে গোল করার একাধিক চেষ্টা করেন পর্তুগাল। তবে শেষ পর্যন্ত সফলতা পায়নি দলটি।

উল্টো ম্যাচের ৮০ মিনিটে আরও একটি গোল খেয়ে বসে সফরকারীরা। এলসনিকের গোলে ব্যবধান দ্বিগুণ করে স্লোভেনিয়া। এতে করে শেষ পর্যন্ত ২-০ গোলে পরাজিত হয় পর্তুগাল। টানা ১১ ম্যাচে অপরাজিত থাকার পর হারের স্বাদ পেল দলটি।

আরও পড়ুন: ব্রাজিল-স্পেন ৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে জেতেনি কেউই

ক্রিফোস্পোর্টস/২৭মার্চ২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল