Connect with us
ফুটবল

বাবাহারা কিশোরকে জড়িয়ে ধরলেন রোনালদো

বাবাহারা কিশোরকে জড়িয়ে ধরলেন রোনালদো

বড় অংকের বিনিময়ে ক্লাবে যোগ দেওয়া অথবা ভিন্ন কোনো ঘটনার জন্ম দিয়ে সবসময়ই শিরোনামে থাকেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে এবার এক মানবিক কাজে অংশ নিয়ে শিরোনামে আসলেন তিনি।

তুরস্ক এবং সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। যেখানে সিরিয়ার কিশোর নাবিল সাইদ (১০) তার বাবাকে হারিয়েছে। এখন পরিবার বলতে আছে কেবল মা। বাবা হারানো সেই কিশোরকে বুকে জড়িয়ে ধরে প্রশংসায় পঞ্চমুখ হচ্ছে রোনালদো।

তুরস্ক-সিরিয়ায় অবস্থানরত সৌদি আরবের
উদ্ধারকারী দলের কাছে নিজের ইচ্ছার কথা বলেছিল নাবিল। জানিয়েছিল, রোনালদোর খেলা সামনে থেকে দেখতে চায় সে। নাবিলের সেই আর্জির ভিডিও ছড়িয়ে পড়েছিল নেটমাধ্যমে।

সে খবর পৌঁছে যায় সৌদি প্রশাসনের কাছেও। সৌদি এন্টারটেইনমেন্ট (বিনোদন) অথরিটির বোর্ড ডিরেক্টরস অব জেনারেল এর চেয়ারম্যান তুর্কি আল-শেখ নির্দেশ দেন, নাবিলকে খুঁজে বের করতে। তিনি এ বিষয়ে আল নাসের ক্লাবের মালিকের সঙ্গেও কথা বলেন। খবর পান রোনালদোও। তিনিও জানান, নাবিলের সঙ্গে দেখা করতে চান।

শেষ পর্যন্ত নাবিলকে খুঁজে তাকে সৌদিতে আমন্ত্রণ জানানো হয়। মায়ের সঙ্গে সৌদি পৌঁছায় সে। সব ব্যবস্থা করে সৌদি সরকার। তার পরই আল বাতেনের বিরুদ্ধে আল নাসেরের খেলা মাঠে বসে দেখার সুযোগ পায় নাবিল। খেলা শেষে সাজঘরে নাবিলকে ডেকে পাঠান রোনালদো। তাকে জড়িয়ে ধরেন সিআর সেভেন।

রোনালদোকে জড়িয়ে ধরে ছোট্ট নাবিলকে বলতে শোনা যাচ্ছিল, আই লাভ ইউ। রোনালদোও তাকে জড়িয়ে ধরে বললেন, আই লাভ ইউ।

রোনালদোর সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে খুব খুশি নাবিল। সে বলেছে, ‘আমি বিশ্বাস করতে পারছি না যে সৌদি আরবে আছি। রোনালদো আমাক জড়িয়ে ধরেছে। আমার সঙ্গে কথা বলেছে। আমি খুব খুশি।’ রোনালদোর সঙ্গে মিলে তার বিখ্যাত ‘সিউ’ উল্লাস করতেও দেখা যায় নাবিলকে।

 

আরও পড়ুনঃ রোনালদোর প্রশংসা করে যা বললেন নেইমার

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল