Connect with us
ক্রিকেট

ধোনি-মুস্তাফিজদের চেন্নাইয়ে যোগ দেবেন রোহিত!

Rohit Sharma To Join CSK!
রোহিত শর্মা। ছবি- সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবচেয়ে সফল দলগুলোর একটি মুম্বাই ইন্ডিয়ান্স। তবে সবশেষ তিন আসরে কোনো শিরোপার দেখা পায়নি ফ্রাঞ্চাইজিটি। ফলে দলের সবচেয়ে সফল অধিনায়ক রোহিত শর্মার ওপর আস্থা হারায় ম্যানেজমেন্ট এবং তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দায়িত্ব দেয়া হয় হার্দিক পান্ডিয়ার কাধে। আর তাতেই বাধে বিপত্তি।

হার্দিক পান্ডিয়ার কাছে নেতৃত্ব হারানোর পর কিছুটা অসন্তুষ্ট রোহিত। চলমান আইপিএলের প্রথম কয়েকটি ম্যাচেই তার আচরণে সেই চিত্র ফুটে উঠেছে। আর তারই মাঝে গুঞ্জন উঠেছে মুম্বাই ছেড়ে অন্য কোনো ফ্রাঞ্চাইজিতে পাড়ি জমাবেন এই তারকা। আর তাকে দলে পেতে কয়েকটি ফ্রাঞ্চাইজিও আগ্রহী।

তবে সাবেক ইংলিশ ক্রিকেটার ও ধারাভাষ্যকার মাইকেল ভনের মত, মুম্বাই ছেড়ে চেন্নাইয়ে পাড়ি জমাবেন রোহিত। সেখানে ধোনির জায়গাটা নেবেন তিনি। বিয়ারবাইসেপ ইউটিউব চ্যানেলের এক পডকাস্টে ভন বলেন, ‘রোহিত কি চেন্নাইয়ে পাড়ি জমাবে? ধোনির দায়িত্বটা নেবে? এই বছর অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। তবে এটা হয়তো এই আসরের জন্যই। এই জায়গাটা রাখা হয়েছে রোহিতের জন্য। আমি রোহিতকে চেন্নাইয়ে দেখছি।’

এছাড়া ভারতের সাবেক ক্রিকেটার আম্বাতি রাইডু মনে করেন দল ছাড়াটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে আইপিএলের সকল ফ্রাঞ্চাইজিই তাকে অধিনায়ক হিসেবে পেতে চাইবে, ‘দিন শেষে এটা রোহিতের সিদ্ধান্ত। সে যেখানে যেতে চায়, সেখানেই যেতে পারে। আমি মনে করি তাকে সব দলই অধিনায়ক হিসেবে চাইবে। আমি নিশ্চিত যেখানে তাকে তার প্রাপ্য সম্মান দেয়া হবে সে সেখানেই যাবে।’

২০১১ সালে মুম্বাইয়ে যোগ দেন রোহিত শর্মা। ২০১৩ সালে মুম্বাইয়ের হয়ে প্রথম শিরোপা জেতেন তিনি। ২০১৪ সালে মুম্বাইয়ের দায়িত্ব উঠে তার কাধে। দায়িত্ব নিয়ে এক আসর পর ২০১৫ সালে মুম্বাইকে দ্বিতীয় শিরোপা উপহার দেন। এরপর ২০১৭ আইপিএল এবং ২০১৯ ও ২০২০ আইপিএলে তার নেতৃত্বে শিরোপা ঘরে তোলে ম্যান ইন ব্লুসরা।

আরও পড়ুন: এক ওভারে ৬ ছক্কার রেকর্ড গড়লেন নেপালি ক্রিকেটার 

ক্রিফোস্পোর্টস/১৩এপ্রিল২৪/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট