Connect with us
ক্রিকেট

নিজের সেরাটা দিতে না পারলে অবসর নেবেন রোহিত

Rohit Sharma
ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ছবি- সংগৃহীত

ভারতীয় ক্রিকেট দলের তিন ফরম্যাটের অধিনায়ক রোহিত শর্মা। গত কয়েক বছর ধরেই ভারতের সেরা ক্রিকেটারদের একজন তিনি। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের বিষয়ে কথা বলেছেন এই ৩৬ বছর বয়সী ক্রিকেটার।

যখন ভারতীয় দলকে সেরাটা দিতে পারবেন না তখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন রোহিত শর্মা। সম্প্রতি অবসর নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন এই বিধ্বংসী ওপেনার, ‘যখন মনে হবে আমি ভালো ফর্মে নেই, আমার সেরাটা দিতে পারছি না, আমি তখনই অবসর নেবো। তবে গত কয়েক বছর ধরে আমি আমার জীবনের সেরা ক্রিকেট খেলছি।’

গত ওয়ানডে বিশ্বকাপে রোহিতের নেতৃত্বে অপরাজিত থেকে ফাইনালে উঠেছিল ভারত। তবে ফাইনালে এসে অস্ট্রেলিয়ার কাছে শিরোপা হাতছাড়া করে রোহিতরা। ফাইনালে স্বপ্নভঙ্গ হলেও ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন রোহিত। আসরে ১১ ইনিংসে ৫৪.২৭ এভারেজ ও ১২৫.৯৫ স্ট্রাইক রেটে ৫৯৭ রান করেছেন।

সম্প্রতি ঘরের মাঠে টেস্ট সিরিজে ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারিয়েছে ভারত। এই সিরিজে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রোহিত। ব্যাট হাতে ৯ ইনিংসে ৪০০ রান করেছেন এই ডানহাতি ওপেনার। যেখানে ২ টি সেঞ্চুরি ও ১ টি হাফ সেঞ্চুরি রয়েছে।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও রোহিতের নেতৃত্বে খেলবে টিম ইন্ডিয়া। টি-টোয়েন্টিতেও দুর্দান্ত ফর্মে রয়েছে ম্যান ইন ব্লুজরা। ঘরের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের শিরোপা হাতছাড়া হলেও রোহিতের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলতে চাইবে ভারত।

আরও পড়ুন: রোজার জন্য পিএসএলের সময়ে পরিবর্তন 

ক্রিফোস্পোর্টস/১১মার্চ২৪/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট