Connect with us
ক্রিকেট

গাজার মানুষের প্রতি ঐতিহাসিক সেঞ্চুরি উৎসর্গ করলেন রিজওয়ান

Mohammad Rizwan
রিজওয়ান ১৩১ রানের অপরাজিত ইনিংস খেলেন। ছবি- গুগল

ভারতের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল (মঙ্গলবার) শ্রীলংকার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামে পাকিস্তান। সেখানে লংকানদের দেয়া ৩৪৫ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করে দুর্দান্ত এক জয় তুলে নেয় তারা।

পাকিস্তানের হয়ে দুই সেঞ্চুরিয়ান আব্দুল্লাহ শফিক ১১৩ রান করে আউট হলেও মোহাম্মদ রিজওয়ান ১৩১ রানের অপরাজিত ইনিংস খেলেন। বিশ্বকাপে পাওয়া নিজের এই ঐতিহাসিক সেঞ্চুরি রিজওয়ান গাজার মানুষের প্রতি উৎসর্গ করেছেন।

ফিলিস্তিনের মানুষের প্রতি বছরের পর বছর ধরে ইসরায়েলের যে অত্যাচার তার জবাব দিতে গত শনিবার অকস্মাৎ ইসরায়েলের উপর হামলা করে বসে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস।

স্থল ও আকাশপথে চালানো এ হামলায় ইসরায়েলের কয়েকশ লোক নিহত এবং দুই হাজারের বেশি আহত হোন। জবাবে ইসরায়েলও পাল্টা হামলা চালায় এবং গাজায় খাদ্য, বিদ্যৎ ও জ্বালানি সরবরাহ বন্ধ করে দেয়। বর্তমানে গাজায় প্রায় ২৩ লক্ষ মানুষ ভীষণ দুর্দশার মধ্যে জীবন কাটাচ্ছেন।

টুইটারে রিজওয়ানের স্ট্যাটাস। ছবি- সংগৃহীত

ইসরায়েলের হামলায় ফিলিস্তিনেরও কয়েকশ লোক নিহত হয়েছেন। টুইটারে রিজওয়ান লিখেছেন, ‘গাজার ভাই-বোনদের জন্য আমার এই সেঞ্চুরি উৎসর্গ করলাম।’

গতকাল শুরুতে ব্যাট করতে নেমে উইকেট খোয়ালেও দ্রুতই ধাক্কা সামলে নেয় শ্রীলংকা। সামারাবিক্রমার ১০৮ এবং কুশল মেন্ডিসের ৭৭ বলে ১২২ রানের ঝড়ো ইনিংসে ৩৪৫ রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় শ্রীলংকা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। পরে আব্দুল্লাহ শফিক ও রিজওয়ানের ব্যাটিং তান্ডবে ১০ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় তুলে নেয় ইমরান খান-ওয়াসিম আকরামদের উত্তরসূরীরা।

রিজওয়ান ১৩১ রানের ম্যাচ জয়ী ইনিংসে ৮ টি চার ও ৩ টি ছয় মারেন। এমন ইনিংসের পর তিনিই যে ম্যাচ সেরা হবেন তা নিয়ে কোনো সংশয়ই ছিল না। টুইটে রিজওয়ান লিখেছেন, ‘দলের জয়ে অবদান রাখতে পেরে আমি ভীষণ আনন্দিত। তবে এ জয়ের কৃতিত্ব দলের সবারই। শফিক এবং হাসান আলীও দুর্দান্ত খেলেছে। তারা আমাদের কাজ আরো সহজ করে দিয়েছে।’

হায়দ্রাবাদের মানুষের প্রতিও পাকিস্তানকে সমর্থন দানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পাকিস্তানের এই উইকেট কিপার ব্যাটার।

আরও পড়ুন: বড় হারে পয়েন্ট টেবিলে নিচে নামল বাংলাদেশ

ক্রিফোস্পোর্টস/১১অক্টোবর২৩/এমএস/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট